• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা


মেহেরপুর প্রতিনিধি মার্চ ২৮, ২০১৭, ১১:০৩ পিএম
মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা

মেহেরপুর: জেলার গাংনীতে আলামিন হোসেন জনি (১৮) নামে মাদকাসক্ত ছেলেকে ধরিয়ে দিলেন বাবা। মঙ্গলবার (২৮ মার্চ) বিকেলে নিজ বাড়িতে গাঁজাসেবনকালে ভ্রাম্যমাণ আদালত তাকে আটক করে এক বছরের কারাদণ্ড দেয়।

আলামিন হোসেন জনি গাংনী হাসপাতাল বাজারের হোটেল ব্যবসায়ী মিনারুল ইসলামের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বিকেলে গাংনী ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার এসএম জামাল আহম্মেদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় জনির গাঁজা সেবনের খবর পান। অভিযান চালিয়ে গাঁজা সেবনকালে জনিকে ২০ গ্রাম গাঁজাসহ আটক করেন।

পরে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে দোষী সাব্যস্ত করে এক বছর বিনাশ্রম কারাদণ্ড দেন। রাতেই জনিকে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানান, গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন।

জনির বাবা মিনারুল ইসলাম জানান, আমার ছেলে চরম নেশায় জড়িয়ে পড়েছে। টাকা-পয়সা না দিতে পারলে সংসারে অশান্তি সৃষ্টি করে। আমাকে ও তার মাকে মারতে যায়। হেঁসো দিয়ে কোপ দিতে উদ্যত হয়। গাঁজা, প্যাথডিন ইনজেকশনসহ নানা প্রকার নেশায় আসক্ত।

তাই পরিবারের শান্তি ও তার ভাল পথে ফিরে আসার আশায় প্রশাসনের হাতে তুলে দেয়ার সিদ্ধান্ত নেয় বলেও জানান তিনি।

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম 

Wordbridge School
Link copied!