• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মাদারীপুরে জঙ্গিবাদের বিরুদ্ধে কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির মানববন্ধন


মাদারীপুর প্রতিনিধি আগস্ট ২৯, ২০১৬, ০২:০৭ পিএম
মাদারীপুরে জঙ্গিবাদের বিরুদ্ধে কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির মানববন্ধন

১৫ আগস্ট ও ২১ আগস্টের নির্মম হত্যাযজ্ঞ এবং সন্ত্রাস ও জঙ্গিবাদের প্রতিবাদে কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি মাদারীপুর জেলা শাখার আয়োজনে আজ সোমবার (২৯ আগস্ট) সকালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এই মানববন্ধনে ওষুধ ব্যবসায়ী, ওষুধ প্রতিনিধি ও ব্যবসায়ী নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। মানববন্ধন চলাকালে কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি মাদারীপুর জেলা সমিতি মাদারীপুর জেলা শাখার সভাপতি মাহতাবুর রহমান তালুকদারের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মাদারীপুর পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ, জেলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি বাবুল চন্দ্র দাস ও কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি সাধারণ সম্পাদক সাকিব হাসান, জেলা বনিক সমিতির সহ-সভাপতি সিরাজ বেপারীসহ অন্যরা।

এ সময় বক্তারা বলেন, স্বাধীনতার স্বপক্ষের শক্তিকে নির্মূল করার জন্য যুদ্ধাপরাধী চক্র ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করে এবং ২১ আগস্ট জননেত্রী শেখ হাসিনাকে গ্রেনেড হামলা করে হত্যার চেষ্টা চালায়। তাদের আশ্রয়-প্রশয়ে বেড়ে ওঠা জঙ্গিবাদের বিরুদ্ধেও বর্তমান সময়ে সবাইকে সচেতন থাকার আহবান জানান বক্তারা।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!