• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মাদ্রাসা ছাত্রের দগ্ধ মরদেহ উদ্ধার, আটক ৮


ঠাকুরগাঁও প্রতিনিধি ফেব্রুয়ারি ২৪, ২০১৮, ০২:৪৬ পিএম
মাদ্রাসা ছাত্রের দগ্ধ মরদেহ উদ্ধার, আটক ৮

ঠাকুরগাঁও : জেলার পৌরসভার নিশ্চিন্তপুর এলাকার থেকে আবু বক্কর সিদ্দক (১৬) নামে এক কওমী মাদ্রাসা ছাত্রের দগ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে ওই মাদ্রাসার বাথরুম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। আবু বক্কর সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের বাহাদুরপাড়ার সিরাজুল ইসলামের ছেলে।

মাদ্রাসার শিক্ষার্থী ও স্থানীয়রা জানায়, ফজরের নামাজের পর বাথরুমের দরজা ভেঙে বক্করের মরদেহ উদ্ধার করা হয়। এ সময় বাথরুমের দরজা ভেতর থেকে বন্ধ ছিল।

আবু বক্করের স্বজনরা জানান, শুক্রবার সকালে সে বাড়ি আসে। দুইশত টাকা নিয়ে সন্ধ্যার আগেই মাদ্রাসায় ফিরে যায়। আর সকালে তার মৃত্যুর খবর পায় তারা।

পরিবারের সদস্যদের দাবি এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তবে মাদ্রাসা কর্তৃপক্ষ এটিকে আত্মহত্যা বলে দাবি করছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল লতিফ মিয়া বলেন, ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জিজ্ঞাসাবাদের জন্য মাদ্রাসার সুপারসহ আটজনকে আটক করা হয়েছে।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!