• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মাধবপুরে বৈধ মালিকানাধিন দোকান উচ্ছেদের অভিযোগ


হবিগঞ্জ প্রতিনিধি আগস্ট ৪, ২০১৮, ০৮:৫৩ পিএম
মাধবপুরে বৈধ মালিকানাধিন দোকান উচ্ছেদের অভিযোগ

হবিগঞ্জ : হবিগঞ্জের মাধবপুরে বিভিন্ন অবৈধ স্থাপনা ও দোকান উচ্ছেদ করা হয়েছে। শনিবার (৪ আগস্ট) দিনভর এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোকলেছুর রহমান ও সড়ক জনপথের নির্বাহী ম্যাজিস্ট্রেট রিগান চাকমা।

এদিকে, নিজস্ব মালিকানাধিন জায়গায় নির্মিত হাজী দৌলত খান মোল্লার ৩টি প্রতিষ্ঠান গুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। যে জায়গাটির উপর ২০১০ সালে করা সত্ত্বা মামলা জেলা যুগ্ম জজ আদালতে চলমান।

এ ব্যাপারে মামলার বাদী হাজী দৌলত খান মোল্লা জানান- আমার পৈতৃক সূত্রে পাওয়া ও ক্রয় সূত্রে জায়গায় আমার প্রতিষ্ঠান গড়ে তুলেছি। ১/১১ এর সময়েও আমার প্রতিষ্ঠান উচ্ছেদ হয়নি। কারণ আমার প্রতিষ্ঠানগুলোর জায়গা বৈধ। কিন্তু আজ সড়ক ও জনপথের লোকজন আমাদের ঘর ভেঙ্গে দিয়েছেন। আমাদের প্রায় কোটি টাকার মতো ক্ষতি হয়ে গেল।
 
তিনি বলেন, কাগজপত্র যাচাই বাচাই না করে উচ্ছেদ করে আমাদের পথে বসিয়ে দিল।

নির্বাহী ম্যাজিস্ট্রট রিগান চাকমা জানান- মামলা বিষয়টি আমার জানা নেই। সড়ক ও জনপথের পক্ষ থেকে আমাকে কিছু জানানো হয়নি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোকলেছুর রহমান জানান- মামলার বিষয়টি তিনি অবগত নন। জেলা প্রশাসনের নির্দেশ তিনি পালন করেছেন। এ ব্যাপারে জেলা প্রশাসক মাহমুদুল কবির মুরাদের সাথে অনেক চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!