• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মানবতাবিরোধী মামলা হলেই নামের পূর্বে ‘রাজাকার’ নয়


আদালত প্রতিবেদক এপ্রিল ৩০, ২০১৭, ১২:১৯ পিএম
মানবতাবিরোধী মামলা হলেই নামের পূর্বে ‘রাজাকার’ নয়

ঢাকা: মানবতাবিরোধী অপরাধের অভিযোগে কারো বিরুদ্ধে মামলা হলেই তার নামের পূর্বে ‘রাজাকার’ শব্দ ব্যবহার করা যাবে না। কেবল মাত্র দোষী সাব্যস্থ হওয়ার পরই তার নামের পূর্বে রাজাকার শব্দ ব্যবহার করা যাবে এমনটিই বলেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

রোববার (৩০ এপ্রিল) সকালে নওগাঁর তিন জনকে সেফ হোমে জিজ্ঞাসাবাদের অনুমতির আদেশ দিয়ে চেয়ারম্যান বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এ পর্যবেক্ষণ দেন।

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তার হওয়া নওগাঁর রেজাউল করিম মন্টু, ইসহাক আলী ও শহীদ মন্ডলকে হেফ হোমেন নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি চেয়ে আবেদন করে তদন্ত সংস্থা। তদন্ত সংস্থার ওই আবেদনে ‘রাজাকার’ শব্দ লেখা থাকায় ট্রাইব্যুনাল এ মন্তব্য দেন। ট্রাইব্যুনাল বলেছেন, কোন ব্যক্তি দোষী সাব্যস্থ হওয়ার পূর্বে তাকে ‘রাজাকার’ বলা সমিচিন হবে না।

এর আগে নওগাঁ থেকে গ্রেপ্তারকৃত তিনজনকে আগামী ৮ ও ৯ মে দুই দিন ধানমন্ডির সেফ হোমে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেয় ট্রাইব্যুনাল। একই সঙ্গে আগামী ১২ জুলাই এ মামলায় পরবর্তী তদন্তের অগ্রগতি প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেয় আদালত।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!