• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

মানবপাচারের অভিযোগে তেজগাঁও কলেজের শিক্ষক গ্রেপ্তার


নিজস্ব প্রতিবেদক আগস্ট ২০, ২০১৮, ০৫:৪৭ পিএম
মানবপাচারের অভিযোগে তেজগাঁও কলেজের শিক্ষক গ্রেপ্তার

ঢাকা: মানবপাচারের অভিযোগে মোহাম্মদ আছেম (৩৫) নামে এক কলেজ শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

রোববার (১৯ আগস্ট) রাজধানীর কারওয়ান বাজার এলাকা থেকে ওই শিক্ষককে গ্রেপ্তার করা হয়। মোহাম্মদ আছেম তেজগাঁও কলেজের শিক্ষক।     

সোমবার (২০ আগস্ট) সকালে রাজধানীর মালিবাগে সিআইডি কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশেষ পুলিশ সুপার মোল্যা নজরুল ইসলাম।  

তিনি বলেন, ‘আছেমের বাবা ও বড়ভাই দীর্ঘদিন ধরে মালয়েশিয়া রয়েছেন। এই সুবাদে সে মানবপাচারের সঙ্গে জড়িয়ে যায়। কক্সবাজার ও টেকনাফ দিয়ে সাগর পথে অবৈধভাবে শতশত মানুষকে তারা মালয়েশিয়ায় পাঠিয়েছে। মালয়েশিয়া পাঠানোর পর বিভিন্ন ব্যক্তিকে তারা আটকে রেখে নির্যাতন এবং বাংলাদেশে থাকা তাদের আত্মীয়দের কাছ থেকে মুক্তিপণ আদায় করতো। আছেম মুক্তিপণের টাকা তার আত্মীয়-স্বজন, মা ও নিজের অ্যাকাউন্টে জমা রেখেছে-এমন তথ্য আমরা পেয়েছি।’

সিআইডির এই কর্মকর্তা বলেন, ‘মোহাম্মদ আছেম মালয়েশিয়ায় সাগর পথে মানবপাচারের একজন গডফাদার। সে এর মাধ্যমে বাড়ি গাড়ি অনেক কিছু করেছে। আন্তর্জাতিক মানবপাচারকারী কক্সবাজার সাগর চ্যানেল দিয়ে গত কয়েক বছরে হাজার হাজার মানুষকে মালয়েশিয়া পাচার করেছে। সাগর পথে মালয়েশিয়ার যাওয়ার সময় অনেক বাংলাদেশি মারাও গেছেন। এখনও অনেক মানুষ নিখোঁজ। তারা দীর্ঘদিন ধরে কক্সবাজার-থাইল্যান্ড-মালয়েশিয়ায় সাগর পথে মানবপাচার করে মুক্তিপণের মাধ্যমে বিপুল পরিমাণ অবৈধ অর্থের মালিক হয়েছে।’

আছেম বর্তমানে পূর্ব রাজাবাজারে বসবাস করেন। তিনি তেজগাঁও কলেজের বিবিএ ডিপার্টমেন্টের প্রভাষক। তার গ্রামের বাড়ি কক্সবাজারের টেকনাফ উপজেলার মৌলভীপাড়া এলাকায়। তার বিরুদ্ধে মানিলন্ডারিং ও মানবপাচারের তিনটি মামলা আছে। একটি সিরাজগঞ্জের উল্লাপাড়া থানায়, একটি রাজধানীর বনানী এবং অপর মামলাটি বাজিতপুর থানায় মানবপাচার আইনে করা হয়েছে। গত পাঁচদিন আগে তাকে সিআইডি গ্রেফতার করেছিল, কিন্তু তিনদিনের মাথায় তার জামিন হলে সে আবার বের হয়ে আসে।

সোনালীনিউজ/এমএইচএম

Wordbridge School
Link copied!