• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মানুষ নামক কুকুর গুলো আমায় ধর্ষণ করলো


মো: গোলাম মোস্তফা ( দুঃখু) জুলাই ৩০, ২০১৮, ১২:০৫ পিএম
মানুষ নামক কুকুর গুলো আমায় ধর্ষণ করলো

সবুজ পাহাড়ের মেয়ে আমি,
মায়ের কথা শুনি।
সকাল পাখি বলে আমায়,
এই পাহাড়ের রানী।

বাবার মুখে হাসি বলে,
আমি তার প্রাণের সুখ।

মায়ের ভালোবাসার বকা বলে,
আমি তার কলিজার টুকরা।

ভাইয়ের লুকোচুরি আমার,
বেঁচে থাকার সুখ।

মা আমি আসছি।
স্কুল থেকে এসে তোমার সাথে,
মনের হাজার কথা বলবো।

পাহাড়ের রানী আমি,
শুনতে তোমরা পাচ্ছো !
পাহাড়ে থাকা পাখি বন্ধুরা।

তোমরা কারা এত গুলো মানুষ,
আমার পথ বন্ধ করে রেখেছো।

আমরা পাহাড়ের শয়তান কুকুর মানুষ,
তোমার দেহে মজার খেলা খেলবো।

দেশের মানুষ দেখবে এবার,
রং তামাশার খেলা ।

আমায় যেতে দাও,
স্কুলে যাবো আমার জন্য
ক্লাসের সবাই বসে আছে।

পাহাড়ের রানী পাগল হয়েছে,
তোমার তো আর যাওয়া হবে।

কি করছো তোমরা,
আমি ছোট তোমাদের বোনের মত।
ছোট দেহে কষ্টের জ্বালা দিয়ো না !

চুপ কর পাহাড়ের রানী।

মা তুমি কোথায় !
ওরা আমার ছোট দেহ কে শেষ করে দিলো।
বাবা তুমি কোথায় আমায় বাঁচাও,
আমার অনেক কষ্ট হচ্ছে।

ধর্ষণ করবি কর,
আর কান্না করবো না।

তোরা ধর্ষণ করছিস তোদের বোনকে কে,
তোরা কুকুর মানুষ।

বাংলাদেশের কুলাঙ্গার সন্তান,
তোরা ধর্ষণ করছিস বাংলা মাকে!
তোরা ধর্ষণ করছিস নিজের মেয়ে কে।

মাননীয় সরকার আমি ছোট মেয়ে,
বাঁচার স্বপ্ন ছিলো।

লাশ হয়ে শুয়ে আছি পাহাড়ের বুকে,
ওরা আমায় বাঁচতে দিলো না।
বিচার চাই  মৃতদেহ নিয়ে!

মায়ের বুকে রাতের ঘুম
অনেক মিস করবো।

বাবার মিষ্টি হাসি দেখতে পারবো না
পাহাড়ের রানী চোখে।

ওরা আমার পবিত্র শরীর কে নষ্ট করে দিলো,
যাবার শেষে ছোট দেহে বড় কষ্ট দিলো।

বিচার চাই !  বিচার চাই !
আমি পাহাড়ের রানী,
বাংলাদেশ তোমায় ভালোবাসি।

রক্ত মাখা দেহে শুয়ে আছি পাহাড়েরর বুকে,
বিচার করো সকল কুকুর ধর্ষণ কারী কে।

লেখক : বিতার্কিক-শিক্ষার্থী, সাংবাদিকতা বিভাগ, পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, খুলশী, চট্টগ্রাম

Wordbridge School
Link copied!