• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মানুষ নিজেকে আগের মতো ভালবাসে না


মো: গোলাম মোস্তফা ( দুঃখু) জুলাই ২২, ২০১৮, ১১:০৫ এএম
মানুষ নিজেকে আগের মতো ভালবাসে না

জীবনের শুরু থেকে কারো সাথে পরিচয় থাকে না,
দিনের আলোতে বা রাতের আঁধারে।

কোটি স্বপ্ন নিয়ে আসা,
বিশ্ব খেলার মাঠে।

কঠিন পৃথিবীর আড়ালে!
হারিয়ে যাচ্ছে জীবন হাসির গল্প,
আবার কারো স্বপ্নের রং ।

হাজারো ভিড়ে কেউ হতে চায় নিজের আয়না !
সেই আয়নার মনের জানালা কখনো হারিয়ে যায়,
নিজের বা সবার অজান্তে।

পঁচা দেহের কতো রংঢং,
বোঝা যায় রাত বা দিনের আলোতে।

বিশ্ব নামক গৃহে কতো খেলা,
না বলার কিছু কথা।

সুর বাজে মনের হৃদয় গহীনের মনের জানালায়,
সুর হারিয়ে ভাবতে থাকে পঁচা দেহ খানা।

পৃথিবী ঘুরে তার আনন্দময় খেলার মাঠে,
জীবন আয়না দেখিতে চায় খেলার মাঠের নীলা।

এতো কথা কোন আয়নাতে!
পৃথিবী নিয়ম থেকে চলে যাচ্ছে।

কেউ আর আগের মতো করে,
নিজেকে ভালোবাসতে পারছে না।

যে কারনে এক বালিশে থেকেও,
সকালে প্রিয় মানুষ টি কে হত্যা করছে খেলার মঞ্চে।

সবকিছুর মাঝে মনের আয়না চুপ!
মানুষ নিজেকে ভালোবাসে না আগের মতো করে।

মাটির দেহে জীবন সুন্দর তার নিজের ভিতর,
আর তার মাঝে থাকে কিছু স্বপ্ন।

মনের গল্পের ভালোবাসা একটি আয়না !
যে আয়নাতে নিজেকে দেখা যায়।

যৌবন নেশায় নিজেকে আয়নাতে দেখা !
স্বপ্নের আকাশে কাউকে বলা,
তোমার ঠিকানা কার জন্য রাখা।

জীবন নেশার মাঝে কল্পনা প্রাণ পেয়ে থাকে,
সে যে বলে মনের আয়নাতে তোমার দেখা।

চাওয়া পাওয়ার আরেক পাশে,
বিশাল মনের আয়না অপেক্ষা করে বসে থাকে।

কখন গল্পের মনের নেশার মাঝি আসবে,
জীবন নদী পাড়ি দিয়ে আমার সীমানার ঘাটে।

লেখক : বিতার্কিক-শিক্ষার্থী, সাংবাদিকতা বিভাগ, পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, খুলশী, চট্টগ্রাম

Wordbridge School
Link copied!