• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

মানুষ পড়ে গেছে কারাগারের মধ্যে


নিজস্ব প্রতিবেদক এপ্রিল ১৯, ২০১৭, ০৫:৫২ পিএম
মানুষ পড়ে গেছে কারাগারের মধ্যে

ঢাকা: বাংলাদেশের মানুষ কারাগারের মধ্যে পড়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘সেই কারাগার থেকে অবশ্যই বেরিয়ে আসতে হবে। জনগণকে আহ্বান করব, এগিয়ে আসুন, ন্যায্য অধিকার, ন্যায্য পাওনা আদায়ে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।’

বুধবার (১৯ এপ্রিল) বেলা ১১টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে করা চুক্তিগুলো জনগণের সামনে প্রকাশের দাবিতে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল মানববন্ধনের আয়োজন করে।

মানববন্ধনে মির্জা ফখরুল বলেন, এই সরকার ক্ষমতায় আসার পর যেসব বিষয় দর-কষাকষির উপলক্ষ, তা অবলীলায় ভারতের হাতে তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি ট্রানজিট দিয়েছেন, বন্দর ব্যবহারের অনুমতি দিয়েছেন। অথচ আমরা এখনো কিছুই পাইনি। শুধু আশ্বাস পেয়েছি।’

মির্জা ফখরুল কিছুটা কৌতুক করে বলেন, ‘প্রধানমন্ত্রী ভারত থেকে এসে বলেছেন, পানি মাঙ্গা, ইলেকট্রিসিটি মিলা। কুছ তো মিলা। আমাদের অবস্থা এমন দাঁড়িয়েছে যে কুছ মিলার জায়গায়। সামান্য কিছু পেয়েছি, এতেই আমরা খুশি।’

সোনালীনিউজ/এন

Wordbridge School
Link copied!