• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মানুষের নাক থেকে তৈরি হবে অ্যান্টিবায়োটিক


স্বাস্থ্য ডেস্ক জুলাই ২৮, ২০১৬, ১০:৪৮ এএম
মানুষের নাক থেকে তৈরি হবে অ্যান্টিবায়োটিক

বিজ্ঞানীরা মানুষের নাকের ভেতর থেকে এক ধরণের অ্যান্টিবায়োটিকের সন্ধান পেয়েছেন। নাকের ভেতরে থাকা মাইক্রোবস যে যৌগ তৈরি করে তা বেশ কিছু ভয়ঙ্কর প্যাথোজেন হত্যা করতে পারে। এসব প্যাথোজেনের মধ্যে রয়েছে সুপারবাগ এমআরএসএ।

যেসব ব্যাকটেরিয়া থেকে অ্যান্টিবায়োটিক তৈরি হয় তার বেশির ভাগই মাটিতে বসবাস করে। কিন্তু যত বেশি সংখ্যক রোগের জীবাণু অ্যান্টিবায়োটিক প্রতিরোধী হয়ে উঠছে বিজ্ঞানীরা তত বেশি করে নতুন নতুন উপশমের পথ খুঁজছেন।

এই আবিষ্কারের সঙ্গে জড়িত জার্মান বিজ্ঞানীরা বলছেন, নতুন ধরনের অ্যান্টিবায়োটিকের প্রথম উদাহরণ হবে নাক থেকে পাওয়া এই অ্যান্টিবায়োটিক। সূত্র : বিবিসি

সোনালীনিউজ/ঢাকা/এএম

Wordbridge School
Link copied!