• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

‘মামা, লাগবে নাকি’ (ভিডিও)


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ৭, ২০১৮, ০৪:২২ পিএম
‘মামা, লাগবে নাকি’ (ভিডিও)

ঢাকা : দুপুর ১টা। রাজধানীর কারওয়ান বাজারের পূবপাশ ঘেঁষে রেললাইন। এরই পাশে সারি সারি বস্তিঘর। ঘরগুলোর সামনে বাদাম বিক্রির মতো ডালা সাজিয়ে ক্রেতাদের ডাকাডাকি চলছে। ‘আসেন, নিয়া যান মামা। ৫০ নাকি ১০০ টাকার লাগবে। নিয়া যান।’

এভাবে সুর ধরে ক্রেতাদের ডাকছেন কয়েকজন নারী-পুরুষ। সংখ্যায় প্রায় ২০ থেকে ৩০ জন।  দেখা গেল, ক্রেতারাও অনেকে তা কিনছেন। কাছে যেতেই একজন বললেন, মামা, লাগবে নাকি। চোখ পড়তেই দেখা গেল ডালায় পুরিয়া করে সাজানো ‘গাঁজা’। দূর থেকে দেখে মনে হবে, এটা একটা সাধারণ বাজার।

সাধারণ মানুষের জন্য নিত্যপ্রয়োজনীয় জিনিস বিক্রি হচ্ছে এখানে। কাছে গেলেও বোঝার উপায় নেই, আসলে এতে কী আছে। সেবনকারীরাই বলতে পারবেন, এখানে কে ক্রেতা আর কে বিক্রেতা।

দেখা যায়, একটি ঘরের সামনে বসে গাঁজা নিয়ে লোকজনকে ডাকছিলেন দুই থেকে তিনজন নারী। ওই নারীদের একজনের সঙ্গে কথা হলো। নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, ‘মামা, আগে গার্মেন্টসে চাকরি করতাম।

যা পাইতাম, তা দিয়া সংসার চলে না। এ জন্য এই কাম করি। আমাগো কোনো সমস্যা নাই। পুলিশে যদি ধরে আমাগো ধরে, তাইলে মহাজনেরা ছাড়াইয়া আনে। হের লাইগা বিক্রি করতে পারি ‘

ছবি তুলতে গেলে তিনি নিষেধ করে বলেন, ‘মামা, ছবি তুইলেন না। এসময় তার ছবি তুলতে গেলে তিনি গাঁজার পুরিয়া নিয়ে ঘরের ভেতরে ঢুকে যান। এরপর তিনি বলেন, এমনি দেখেন। তয় ছবি তুইলেন না। আর আপনার কত লাগবে, হেইডা কন। ৫০ টাকার নাকি ১০০ টাকার লাগবে, হেইডা কন।’

পাশের বস্তির ঘরের সামনে তিন থেকে চারজন নারী গাঁজা বিক্রি করছিলেন ।ছবি তোলার ভঙ্গি দেখে তারা তেড়ে এলেন। রেগে গিয়ে বলেন, ‘খবরদার, ছবি তুলবেন না। এখান থেকে চলে যান। সবাই মিলে ধরলে কিন্তু বাঁচতে পারবেন না।’

এ সময় তাদের নাম জিজ্ঞাসা করলে একজন নারী ক্ষুব্ধ কণ্ঠে বলেন, তাড়াতাড়ি ভাগেন এইখান থেইকা। নইলে কপাল খারাপ আছে।

খোঁজ নিয়ে জানা গেল, অনেকদিন ধরেই রেললাইনের পাশে এসব বস্তিতে মাদক কারবার চলছে দেদার। তবে কিছুদিন থেকে এখানে প্রকাশ্যে গাঁজা বিক্রি শুরু হয়েছে।

এ বিষয়ে তেজগাঁও থানার ওসি মাজহারুল ইসলাম বলেন, ‘কী বলেন! এভাবে মাদক বিক্রি হচ্ছে। মাদক কারবার বন্ধ করতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি। গত এক মাসে মাদক বিক্রির দায়ে ১৯৫ জনের সাজা হয়েছে। অর্ধশতাধিক মামলাও হয়েছে।

ভিডিও লিংক...

সোনালীনিউজ/জেডআরসি

Wordbridge School
Link copied!