• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

মার্কিন যুদ্ধজাহাজের সংঘর্ষে নিখোঁজ ১০


আন্তর্জাতিক ডেস্ক আগস্ট ২১, ২০১৭, ১২:৪৯ পিএম
মার্কিন যুদ্ধজাহাজের সংঘর্ষে নিখোঁজ ১০

ফাইল ছবি

ঢাকা: সিঙ্গাপুরের জলসীমায় তেলবাহী একটি ট্যাংকারের সঙ্গে এক মার্কিন যুদ্ধজাহাজের সংঘর্ষে অন্তত ১০ নাবিক নিখোঁজ রয়েছেন। স্থানীয় সময় সোমবার (২১ আগস্ট) মালাক্কা প্রণালীর মধ্যবর্তী একটি জায়গায় ওই ঘটনা ঘটে।

মার্কিন নৌবাহিনীর বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে জানানো হয়, সংঘর্ষে তাদের আরো পাঁচ নাবিক আহত হয়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, আলনিক এমসি নামের একটি তেলবাহী ট্যাংকারের সঙ্গে মার্কিন রণতরী ইউএসএস জন এস ম্যাককেইনের ওই সংঘর্ষের ঘটনা ঘটে স্থানীয় সময় ভোর সাড়ে পাঁচটার দিকে। এতে রণতরীটির বাম দিকটা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে যুক্তরাষ্ট্রের সপ্তম নৌকহরের পক্ষ থেকে জানানো হয়েছে।

উদ্ধার অভিযানে বর্তমানে সহায়তা দিয়ে যাচ্ছে সিঙ্গাপুর নেভি। সেখানে পাঠানো হয়েছে হেলিকপ্টার। রুটিন কাজের অংশ হিসেবে জাপানে অবস্থানরত সপ্তম মার্কিন নৌবহরের ওই জাহাজটি সিঙ্গাপুর বন্দরের দিকে যাচ্ছিল। 

সোনালীনিউজ/ঢাকা/এআই

Wordbridge School
Link copied!