• ঢাকা
  • বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

মার্চে ছাত্রলীগের সম্মেলন চান শেখ হাসিনা


ঢাবি প্রতিনিধি  জানুয়ারি ৬, ২০১৮, ০১:০৮ পিএম
মার্চে ছাত্রলীগের সম্মেলন চান শেখ হাসিনা

ফাইল ছবি

ঢাকা: স্বাধীনতার মাস মার্চে ছাত্রলীগের সম্মেলন চান নেত্রী (শেখ হাসিনা) বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। 

শনিবার (৬ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে ছাত্রলীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে তিনি একথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘নেত্রী তার ইচ্ছের কথা জানিয়েছেন। এখন দায়িত্ব ছাত্রলীগের। আমরা তো তাদের সম্মেলনের দিন-তারিখ ঠিক করে দিতে পারি না। আশা করি, শিগগিরই ছাত্রলীগ সম্মেলনের তারিখ ঘোষণা করবে।’

আওয়ামী লীগ তরুণ নেতৃত্ব চায় উল্লেখ করে ছাত্রলীগের উদ্দেশে তিনি বলেন, ‘তোমরা এখন সম্মেলন না করলে কখন করবে? বর্তমান কমিটিতে যারা আছ, তারা তো মূল দলে অনেক জুনিয়র হয়ে যাবে। আওয়ামী লীগ সব সময় তরুণ নেতৃত্ব চায়। তোমরা এখন নেতৃত্বে না আসলে কবে আসবে? শিগগিরই সম্মেলন করবে।’

সমাবেশে আরো উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইনসহ অনেকেই।

সোনালীনিউজ/ঢাকা/এআই

Wordbridge School
Link copied!