• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মার্চেই কাঞ্চন-দেবশ্রীর ‘হঠাৎ দেখা’


বিনোদন প্রতিবেদক মার্চ ২৩, ২০১৭, ০২:৩০ পিএম
মার্চেই কাঞ্চন-দেবশ্রীর ‘হঠাৎ দেখা’

ঢাকা: রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ‘রেলগাড়ির কামড়ায় হঠাৎ দেখা’ কবিতা পড়েননি বা শুনেননি এমন বাঙালি খুঁজে পাওয়া দুস্কর। বিখ্যাত এই কবিতা অবলম্বনে যৌথ প্রযোজনার একটি সিনেমা নির্মাণ করেছেন সাহাদাৎ হোসেন ও রেশমি মিত্র। যে সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে আসছে ৩১ মার্চ!

বাংলাদেশ-ভারত এর যৌথ প্রযোজনায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ‘হঠাৎ দেখা’ কবিতা অবলম্বনে ইমপ্রেস টেলিফিল্ম এর ছবি ‘হঠাৎ দেখা’ একযোগে শুভমুক্তি পাবে আসছে ৩১ মার্চ। এমনটিই তাদের ফেসবুক পেইজে জানিয়েছে ইমপ্রেস টেলিফিল্ম। 

রক্ষণশীল সমাজে বেড়ে ওঠা এক কিশোরীর জীবনের গল্প নিয়ে সাজানো হয়েছে সিনেমাটি। সে কখনো কোনো ছেলের সামনে যাওয়ার অনুমতি পেতো না। হঠাৎ গৃহশিক্ষক অমিতের প্রেমে পড়ে মেয়েটি। কিন্তু মাঝপথে তাদের প্রেমে বিচ্ছেদ ঘটে। বহু বছর পর ট্রেনে হঠাৎ একদিন দেখা হয় তাদের। 

এমন অসাধারণ গল্পে নির্মিত সিনেমাটিতে অভিনয় করেছেন ইলিয়াস কাঞ্চন ও কলকাতার জনপ্রিয় অভিনেত্রী দেবশ্রী। রেলগাড়ির কামড়ায় তাদেরকেই দেখা যাবে। আর তাদের কিশোরবেলার ভূমিকায় আছেন দ্বীপ ভট্টাচার্য ও জান্নাতুল সুমাইয়া হিমি।  

 সোনালীনিউজ/ঢাকা/এমটিএল

Wordbridge School
Link copied!