• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মালিঙ্গাকে ছাড়াই টি-টোয়েন্টি দল শ্রীলঙ্কার


ক্রীড়া ডেস্ক জানুয়ারি ১১, ২০১৭, ০৬:২৭ পিএম
মালিঙ্গাকে ছাড়াই টি-টোয়েন্টি দল শ্রীলঙ্কার

ঢাকা: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। ইনজুরির কারণে ঘোষিত দলে জায়গা হয়নি  লাথিস মালিঙ্গার। নতুন মুখ হিসেবে ডাক পেয়েছেন অলরাউন্ডার থিকশিলা ডি সিলভা। আছেন বাঁহাতি স্পিনার লক্ষণ সান্দাকান।

অভিজ্ঞদের মধ্যে অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস ছাড়াও রয়েছেন দিনেশ চান্দিমাল, সুরাঙ্গা লাকমল, নুয়ান কুলাসেকারা, ধনঞ্জয় ডি সিলভা। রয়েছেন ঢাকা ডায়নামাইটসের হয়ে বিপিএল মাতানো সেকুগে প্রসন্নও। বাকিরা জাতীয় দলের হয়ে খুব একটা খেলেননি।

দল থেকে বাদ পড়েছেন লেগ স্পিসার জেফরি ভ্যান্ডারসে। বিশ্বকাপ টি-টোয়েন্টিতে গত বছরই আলো ছড়িয়েছেন তিনি। তবে এবার সেকুগে প্রসন্নকে দলে রাখতেই জেফরিকে বাদ দিয়েছে লঙ্কান ম্যানেজমেন্ট। একইভাবে বাদ পড়েছেন দুশমন্থ চামিরা। বিগ ব্যাশ খেলা থিসারা পেরেরাকেও বিবেচনায় রাখেননি নির্বাচকরা।

তিন ম্যাচের টেস্ট সিরিজটি ইতোমধ্যে ২-০ ব্যবধানে খুইয়ে ফেলেছে শ্রীলঙ্কা। ২০ জানুয়ারি সেঞ্চুরিয়ানে শুরু হচ্ছে টি-টোয়েন্টি সিরিজ। ওই সিরিজে নিজেদের সেরাটা ঢেলে দিতে চাইবেন ম্যাথিউস-চান্দিমালরা।

শ্রীলঙ্কার টি-টোয়েন্টি দল: অ্যাঞ্জেলো ম্যাথিউস (অধিনায়ক), দিনেশ চান্দিমাল, দানুশকা গুনাথিলাকা, সেকুগে প্রসন্ন, নিরোশান ডিকওয়েলা, সুরাঙ্গা লাকমল, নুয়ার প্রাদীপ, ইসুরু উদানা, কুশাল মেন্ডিস, ধনঞ্জয় ডি সিলভা, আসেলা গুনারত্নে, সচিথ প্যাথিরানা, লাকশান সান্দাকান, থিকশিলা ডি সিলভা, নুয়ান কুলাসেকারা।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!