• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মালয়েশিয়ায় আতঙ্কে দুই লাখ বাংলাদেশি!


প্রবাসে বাংলা ডেস্ক জুলাই ৩, ২০১৮, ০৩:২১ পিএম
মালয়েশিয়ায় আতঙ্কে দুই লাখ বাংলাদেশি!

ঢাকা : বিদেশি কর্মীদের কাজের সময়সীমা ১০ বছরে নামিয়ে আনায় মালয়েশিয়া থেকে প্রায় দুই লাখ বাংলাদেশি ফেরত আসতে পারেন বলে আশংকা করছেন জনশক্তি রপ্তানিকারকরা। আগে ১২ বছর পর্যন্ত সেখানে কাজ করার সুযোগ ছিল।

২০০৬ থেকে ২০০৮ সাল পর্যন্ত বাংলাদেশ মালয়েশিয়ায় কর্মী পাঠিয়েছে প্রায় চার লাখ ২৪ হাজার। সে সময় মালয়েশিয়া এইসব কর্মীদের ১১ থেকে ১২ বছর কাজের অনুমতি দিয়েছিল।

সম্প্রতি বিদেশি কর্মীদের এই মেয়াদ কমিয়ে ১০ বছর করেছে সে দেশের সরকার। গত জুনে মেয়াদ শেষ হয়ে যাওয়া বিদেশি কর্মীদের আটক করতে রোববার (১ জুলাই) থেকে অভিযানে নামে মালয়েশিয়া সরকার।

এ অভিযান অব্যাহত থাকলে কমপক্ষে দুই লাখ বাংলাদেশিকে দেশে ফিরে আসতে হবে বলে ধারণা জনশক্তি রপ্তানিকারকদের। এইসব শ্রমিককের পুনর্বাসনের জন্য মালয়েশিয়া সরকারের সঙ্গে আলোচনা করবে বলে জানিছেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়।

দেশে ফেরত আসলে এসব দক্ষ শ্রমিকদের অন্য কোনো দেশে আরও বেশি বেতনে পাঠানো যাবে বলে মনে করেন বিশ্লেষকরা। এ ছাড়া দেশের ক্রমবর্ধমান অর্থনীতিতেও এই শ্রমিকরা বিশেষ ভূমিকা রাখতে পারে বলেও মনে করেন তারা।

সোনালীনিউজ/ঢাকা/জেডআরসি/এইচএআর

Wordbridge School
Link copied!