• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ আটক ৪০০


নিজস্ব প্রতিবেদক আগস্ট ৮, ২০১৭, ১১:৫১ এএম
মালয়েশিয়ায় বাংলাদেশিসহ আটক ৪০০

ফাইল ছবি

ঢাকা: সন্ত্রাসবিরোধী অভিযানে মালয়েশিয়ায় কমপক্ষে ৪০০ জনকে আটক করা হয়েছে। রাজধানী কুয়ালালামপুরে স্থানীয় সময় সোমবার (৭ আগস্ট) বেশ কয়েকটি অভিযান চালিয়ে ওই ব্যক্তিদের আটক করা হয়। আটকদের বেশির ভাগই বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের নাগরিক।

বিবিসির খবরে বলা হয়, মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অভিযানের অংশ হিসেবে আইনশৃঙ্খলা বাহিনীকে বিভিন্ন বাসার দরজা ভেঙে প্রবেশ করতে দেখা যায়। সেসব বাসা থেকে আটক করা হয় অনেককেই। তাদের হাতকড়া পরা অবস্থায় পুলিশভ্যানের জন্য অপেক্ষা করতে দেখা যায়।

মালয়েশিয়ায় অনুষ্ঠেয় সাউথইস্ট এশিয়ান (এসইএ) গেমসের কিছুদিন আগে এই ধরপাকড় শুরু হলো। অভিযানে আটক ব্যক্তিদের কাছ থেকে জাল পাসপোর্ট ও অভিবাসীদের নথিপত্র তৈরির যন্ত্র পাওয়া গেছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাত দিয়ে আরো জানায়, অভিযানে মালয়েশিয়ায় বসবাসের বৈধ কাগজপত্র নেই, এমন ব্যক্তিদের আটক করা হচ্ছে। এ ছাড়া সিরিয়া ও ইরাকের বিভিন্ন সন্ত্রাসী সংগঠনের সঙ্গে সম্পর্ক আছে এমন সন্দেহভাজনও রয়েছে আটকের তালিকায়।

সোনালীনিউজ/ঢাকা/এআই

Wordbridge School
Link copied!