• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

মালয়েশিয়ায় ভূমি ধসে ৩ বাংলাদেশি নিহত


আন্তর্জাতিক ডেস্ক অক্টোবর ২১, ২০১৭, ০৯:৪৯ পিএম
মালয়েশিয়ায় ভূমি ধসে ৩ বাংলাদেশি নিহত

ঢাকা: মালয়েশিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় রাজ্য পেনাংয়ে এক ভূমিধসে বাংলাদেশি তিনজন নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। এঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন অনেক বাংলাদেশি। শনিবার(২১ অক্টোবর) পেনাং এর রাজধানী জর্জ টাউনে নির্মাণাধীন ভবনস্থলে ভূমিধসের এ ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির সংবাদপত্র নিউ স্ট্রেইট টাইমস ও রয়টার্স।

স্থানীয় কর্তৃপক্ষ মোট চারজন শ্রমিকের লাশ উদ্ধারের খবর জানিয়ে বলেছে, এদের তিনজন বাংলাদেশি। এর আগে সন্দেহ করা হয়েছিল নিহতদের মধ্যে একজন বাংলাদেশি থাকতে পারেন। তবে, নিহত বাংলাদেশিদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

দুজন শ্রমিককে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এছাড়া আরও ১০ জন নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের মধ্যেও বাংলাদেশি রয়েছেন বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন। উদ্ধার কাজ চালালেও তাতে সমস্যার কথা জানিয়েছেন পেনাংয়ের ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্টের পরিচালক সাদন মোখতার।

তিনি রয়টার্সকে বলেন, “এখন আমাদের যে সমস্যা হল, তা হল ৩৫ মিটার উঁচু মাটির স্তূপ সরাতে হবে। আমরা উদ্ধার কাজে কুকুর নামিয়েছি।”

নিখোঁজদের মধ্যে বাংলাদেশি ছাড়াও বিদেশিদের মধ্যে ইন্দোনেশিয়া, পাকিস্তানি ও রোহিঙ্গা রয়েছেন। এছাড়া নির্মাণ কাজের তদারকিতে থাকা একজন মালয়েশীয়ও নিচে আটকা পড়েছেন বলে জানান মোখতার।

সেখানে ৪৯ তলার দুটি ভবন নির্মাণের কাজ চলছে। ভাল আবহাওয়ার মধ্যে কী কারণে ধস ঘটল, তা জানা যায়নি। নিউ স্ট্রেইট টাইমস জানিয়েছে, উদ্ধার অভিযান সমাপ্ত না হওয়া পর্যন্ত সেখানে নির্মাণ কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সোনালীনিউজ/আতা

Wordbridge School
Link copied!