• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মালয়েশিয়ায় শ্রমিক বৈধতার শেষ সময় ৩০ জুন


আন্তর্জাতিক ডেস্ক জুন ২৯, ২০১৬, ১০:২০ এএম
মালয়েশিয়ায় শ্রমিক বৈধতার শেষ সময় ৩০ জুন

মালয়েশিয়ায় অবৈধ শ্রমিকরা ৩০ জুন পর্যন্ত বৈধতার সুযোগ পাচ্ছেন। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। ওই বিবৃতিতে বলা হয়, উল্লিখিত সময়ের মধ্যে বৈধ না হলে অভিবাসন আইন ১৯৫৯/৬৩-এর ৫৫(বি) অনুচ্ছেদ অনুযায়ী অবৈধ শ্রমিকদের নিয়োগদাতাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইতস্তত করবে না সরকার।

ওই আইন অনুযায়ী, প্রত্যেক অবৈধ শ্রমিকের জন্য নিয়োগদাতাকে সর্বোচ্চ ৫০ হাজার রিংগিত জরিমানা, সর্বোচ্চ ১২ মাস কারাদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত করা হতে পারে।

আইনের উল্লেখ করে মন্ত্রণালয়ের বিবৃতিতে আরো বলা হয়, যেসব প্রতিষ্ঠান পাঁচজনের বেশি অবৈধ শ্রমিক নেবে, তাদের ছয় মাস থেকে পাঁচ বছর কারাদণ্ড ভোগ করতে হবে।

বিবৃতিতে উল্লেখ করা হয়, অবৈধ শ্রমিকরা মন্ত্রণালয়ের ওয়েবসাইট (www.rehiring.imi.gov.my) ব্যবহার করে বৈধতার আবেদন করতে পারবেন। এ ছাড়া আরো তথ্যের প্রয়োজন হলে ০৩-৭৮০১ ৮৮৮৮ হটলাইনে যোগাযোগ করতে পারবেন।

সোনালীনিউজ/ঢাকা/এমএইউ

Wordbridge School
Link copied!