• ঢাকা
  • মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

মালয়েশিয়ায় ১৫ অবৈধ বাংলাদেশি আটক


প্রবাস ডেস্ক নভেম্বর ১৩, ২০১৬, ০৫:২২ পিএম
মালয়েশিয়ায় ১৫ অবৈধ বাংলাদেশি আটক

মালয়েশিয়ায় ১৫ বাংলাদেশিসহ ৬১ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন পুলিশ। পেনাং ও ক্লান্তান রাজ্যের গুয়াতা মাছাং এলাকায় বিভিন্ন বাসাবাড়ি ও নির্মাণ সাইডে অভিযান চালিয়ে এ অভিবাসীদের গ্রেফতার করা হয়।

রাজ্যের ইমিগ্রেশন বিভাগের উপ-সহকারী পরিচালক আবদুর রহমান হামিদ স্থানীয় একটি সংবাদমাধ্যমকে বলেন, গুয়াতা মাছাং এর  পুরাতন রেলস্টেশনের কাছে নির্মাণ প্রকল্পে ও তানা পুতি এলাকার বিভিন্ন বাসাবাড়িতে শনিবার রাত ১টায় শুরু করে রবিবার সকাল ৭ টা পর্যন্ত ৫০ জনের অধিক পুলিশ কর্মকর্তার সমন্বয়ে এ অভিযান চালানো হয়।

অভিযান পরিচালনার সময় অনেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে ইন্দোনেশিয়ার ৩২, বাংলাদেশি ১৫, মিয়ানমার ১, পাকিস্তান ১ ও থাইল্যান্ডের ১ জন।

পেনাং রাজ্যের ইমিগ্রেশন বিভাগের মুখপাত্র খাজা বান্দে নাভাজ বলেন, আটক  অভিবাসীরা স্থানীয় একটি কাঁচা বাজারের ভেতরের বিভিন্ন স্থানে অবৈধভাবে স্টল বসিয়ে দীর্ঘদিন ধরে বেচাকেনা করে আসছিলেন। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে এ অভিযান চালিয়ে এদের গ্রেফতার করা হয়। 

আটককৃতদের ইমিগ্রেশন আইনের বিভিন্ন ধারায় বিচারের আওতায় আনা হবে বলে জানিয়েছে দেশটির ইমিগ্রেশন বিভাগ।

সোনালীনিউজ/ঢাকা/জেডআরসি

Wordbridge School
Link copied!