• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মালয়েশিয়ায় ২১ বাংলাদেশিসহ আটক ৩৪


প্রবাস ডেস্ক জুলাই ২৮, ২০১৭, ০১:২৪ পিএম
মালয়েশিয়ায় ২১ বাংলাদেশিসহ আটক ৩৪

ঢাকা: মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে চলমান অভিযানে ২১ বাংলাদেশিসহ ৩৪ জনকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। বৃহস্পতিবার (২৭ জুলাই) দেশটির সেলংগর রাজ্যে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

বৃহস্পতিবার অবৈধ অভিবাসী শ্রমিকদের আটকে ফের অভিযান পরিচালনা করে সেলংগর রাজ্যের ইমিগ্রেশন বিভাগ।

মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সেলংগরের কেলাংয়ের বন্দর বোটানিক ও পান্ডামারান এলাকার কয়েকটি ফ্যাক্টরিতে বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত ইমিগ্রেশন ও পুলিশের যৌথ অভিযান পরিচালিত হয়। অভিযান পরবর্তী যাচাই-বাছাইয়ের পর ২১ জন বাংলাদেশি, ইন্দোনেশিয়ার দুইজন, নেপালের ছয়জন, মিয়ানমারের পাঁচজন নাগরিকসহ ৩৪ জনকে আটক করা হয়।

মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে,  ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে এই অভিযান পরিচালিত হয়।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!