• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মালয়েশিয়ায় ৩০ বাংলাদেশি গ্রেপ্তার


প্রবাস ডেস্ক এপ্রিল ১৩, ২০১৮, ০৯:৪১ পিএম
মালয়েশিয়ায় ৩০ বাংলাদেশি গ্রেপ্তার

ঢাকা: অবৈধভাবে সাগরপথে মালয়েশিয়ায় প্রবেশের দায়ে ৩০ বাংলাদেশিসহ ৩২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১২ এপ্রিল) রাত সাড়ে ১২টার দিকে মালয়েশিয়া ইমিগ্রেশন ও মেরিন পুলিশ তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারদের মধ্যে দুইজন ইন্দোনেশিয়ান, বাকিরা বাংলাদেশি।

মেরিন পুলিশের কমান্ডার (পি পি এম) সহকারী কমিশনার রোজমান ইসমাইল বলেন, অবৈধভাবে সাগরপথে ইন্দোনেশিয়া থেকে ২৪ ঘণ্টার বেশি সময় সাগর পাড়ি দিয়ে মালয়েশিয়ায় ঢোকার সময় একটি ট্রলারসহ তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারদের বিরুদ্ধে অযাচিত রুটের মাধ্যমে মালয়েশিয়ায় প্রবেশের জন্য ব্যক্তি ও অভিবাসী কর্মীদের অ্যান্টি-মাইগ্রেশন অ্যাক্ট (এটিটিসওম) ২০০৭ এবং ইমিগ্রেশন ১৯৫২-৬৩ অনুচ্ছেদ ৫(২) এন্ট্রি ট্র্যাফিকিংয়ের ধারা ৬ এ তদন্ত করা হচ্ছে।

সোনালীনিউজ/এমএইচএম

Wordbridge School
Link copied!