• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মাশরাফি বললেন ড্রেসিংরুমে এখন চাপ নেই


ক্রীড়া প্রতিবেদক জানুয়ারি ১৪, ২০১৮, ০৯:২৬ পিএম
মাশরাফি বললেন ড্রেসিংরুমে এখন চাপ নেই

ছবি: নাঈম পারভেজ অপু

ঢাকা: চন্ডিকা হাথুরুসিংহের জমানার শেষ দিকে প্রচন্ড চাপে থাকত বাংলাদেশ দলের ড্রেসিংরুম। সেই হাথুরু সাকিব-তামিমদের দায়িত্ব ছেড়ে নিজ দেশ শ্রীলঙ্কার দায়িত্ব নিয়েছেন। কোচ থাকার সময় বাংলাদেশ দলে সর্বময় ক্ষমতার অধিকারি ছিলেন হাথুরু। তার সিদ্ধান্তই ছিল চূড়ান্ত। এমনকি মাঠের বাইরে থেকেও বারবার অধিনায়ককে নির্দেশনা দিতেন।

হাথুরু চলে গেছেন। তবে কি কেটে গেছে সেই অস্বস্তি? দলে এখন কতটা স্বস্তির পরিবেশ বিরাজ করছে বা অধিনায়ক কতটা স্বস্তি পাচ্ছেন এমন সব প্রশ্নই ত্রিদেশীয় সিরিজ শুরুর পূর্বে ছুরে দেওয়া হয়েছিল অধিনায়ক মাশরাফি মুর্তজার সামনে।

জবাবে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক বলে গেলেন, ‘আসলে  কমফোর্ট জোন নিজের ওপর নির্ভর করে। মানসিক চাপ সবসময় থাকে। এটা স্বাভাবিক। অধিনায়ক হিসেবে এটা থাকবেই। এখনও সেটা রয়েছে। নিজস্ব চিন্তাভাবনা থাকেই যে মাঠে গিয়ে কিভাবে করে দেখাব। আমার ওই জিনিসগুলো এখনও আছে। তবে ড্রেসিংরুম অনেকটাই নির্ভার। যে চাপ সবসময় ড্রেসিংরুমে থাকে এখন আর সেটা অনুভব করছি না।’

অতি নির্ভার হয়ে দল যেন আসল কাজ করতে ভুলে না যায় সেদিকেও সতর্ক মাশরাফি, ‘ড্রেসিংরুমে আমি আমার খেলোয়াড়দের যখন নির্ভার দেখি বা দেখব তখন অধিনায়ক হিসেবে আমারও নির্ভার থাকতে সুবিধা হয়। আবার এটা চাই না, সবাই অতিমাত্রায় নির্ভার থাকুক। অনেক সময় নার্ভাসনেস থেকে সেরা পারফরম্যান্স বের হয়ে আসে। আমি চাইব আমাদের মূল জায়গাটা যেন ঠিক থাকে, তারপর অন্য কিছু।’

 সোনালীনিউজ/ঢাকা/আরআইবি/জেডআই

Wordbridge School
Link copied!