• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মাশরাফি ভাই টাচে আছে, মোস্তাফিজও ভালো


ক্রীড়া প্রতিবেদক জানুয়ারি ১৭, ২০১৮, ০৭:২২ পিএম
মাশরাফি ভাই টাচে আছে, মোস্তাফিজও ভালো

ফাইল ছবি

ঢাকা: বোলারদের দুর্দান্ত নৈপুন্যে জিম্বাবুয়েকে ৮ উইকেটে হারিয়ে ত্রিদেশীয় সিরিজে শুভ সূচনা করে বাংলাদেশ। শুক্রবার (১৯ জানুয়ারি) নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে স্বাগতিকরা। প্রথম ম্যাচের সাফল্যে লঙ্কানদের বিপক্ষে নিজেদের বোলিং বিভাগকেই এগিয়ে রাখছেন পেসার রুবেল হোসেন।

জয়ের ধারাবাহিকতা ধরে রাখার ইচ্ছা প্রকাশ করে ডান হাতি এই পেসার বলেন, ‘শ্রীলঙ্কা দলে ভালো পেসার আছে। আমাদেরও দলে ভালো পেস বোলার আছে। তবে আমার মনে হয় আমরাই সেরা। আমরাই এগিয়ে থাকবো।’

রুবেল বলেন, ‘মাশরাফি ভাই খুব টাচে আছে। সে সবসময় ভালো বোলিং করে। মোস্তাফিজও ভালো করছে। ভালো জায়গায় বল করছে। এটা খুব ভালো অপশন। তাই আমাদের দলেই বেশি ভালো পেস বোলার আছে। আমার কাছে মনে হয় আমরাই সেরা। বোলিং-এ বাংলাদেশকেই এগিয়ে রাখবো।’

সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলংকা। কিন্তু অনেকেই বলছেন, কোচ চন্ডিকা হাথরুসিংহেও বাংলাদেশের প্রতিপক্ষ। তাই এটি কোন চ্যালেঞ্জ কি-না? এমন প্রশ্নে রুবেল বলেন, ‘আমরা গত ম্যাচ দারুণ খেলছি। এই ধারাবাহিতটা ধরে রাখার চেষ্টা করব। হাথুরুসিংহে প্রতিপক্ষ দলের কোচ। আমরা এতো কিছু নিয়ে ভাবতে চাই না। আমরা সামনের ম্যাচ জিততে চাই।

তিনি আরও বলেন, আমরা পেস বোলারা, আমাদের স্পিনারা, ব্যাটসম্যানরা সেভাবেই প্রস্তুত। আমাদের হোম কন্ডিশনে খেলা। আমি জানি আমরা কতটা বেশি কার্যকরী। আমরা আগে কিভাবে সফল হয়েছি। এই ব্যাপারটা সবাই জানে। অনেক সিনিয়র ক্রিকেটার আছে তার জানে কি করতে হবে। তারা খুব সহায়তা করে। সবাইকে সাহায্য করছে। হাথুসিংহে কিংবা শ্রীলঙ্কা কোনো ফ্যাক্টর না। আমরা এসব মাথায় নিচ্ছি না।’

জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের দুই বাঁ-হাতি স্পিনার সাকিব আল হাসান ৩টি ও সানজামুল ইসলাম ১টি উইকেট নেন। এছাড়া পেসারদের মধ্যে মোস্তাফিজুর রহমান এবং রুবেল হোসেন ২টি করে ও মাশরাফি বিন মর্তুজা ১টি উইকেট নেন।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!