• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মাশরাফি-সাকিবদের উন্নতির পথ দেখাবেন কারস্টেন


ক্রীড়া প্রতিবেদক মে ২২, ২০১৮, ০৬:১০ পিএম
মাশরাফি-সাকিবদের উন্নতির পথ দেখাবেন কারস্টেন

ফাইল ছবি

ঢাকা: বাংলাদেশ দলের জন্য একজন কোচ খুঁজে দেবেন সাবেক প্রোটিয়া তারকা গ্যারি কারস্টেন। মাশরাফি-সাকিবদের দলকে নিয়ে করবেন পর্যালোচনা। ২০১৯ বিশ্বকাপ অবধি বাংলাদেশের লক্ষ্যমাত্রা কী হবে তাঁর একটা নকশা তৈরি করবেন কারস্টেন। সেই কাজটি তিনি কিভাবে করবেন? মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে সংবাদমাধ্যমের সামনে এর ধারণাও দিয়েছেন কারস্টেন। তিনি জানিয়েছেন, ওয়েস্ট ইন্ডিজ সফরের আগেই একজন ভালো ও উপযুক্ত কোচ খুঁজে বের করবেন ।

নিজে কিভাবে কাজ করবেন সেটিও বর্ণনা করেছেন ভারতকে ২০১১ বিশ্বকাপ জেতানো কারস্টেন। তাঁর ভাষায়, ‘আমার এই দুই দিনে বেশ কয়েকজন ক্রিকেট-সংশ্লিষ্টের সঙ্গে কথা বলার সুযোগ হয়েছে। আলোচনাগুলো দারুণ হয়েছে। এর মাধ্যমে আমি বাংলাদেশের ক্রিকেটটাকে বুঝছি। আমি খুবই অনুপ্রাণিত সবকিছু দেখে-শুনে। এখানকার ক্রিকেট-সংশ্লিষ্টরা ক্রিকেটের উন্নতির প্রশ্নে বেশ খোলামেলা। আমার কাজ হচ্ছে এ ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে সহায়তা করা। সেরা একজন কোচ খুঁজে বের করা। একই সঙ্গে নানাভাবে ২০১৯ সালের বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশ দলের সঙ্গে সম্পৃক্ত থাকা।’

বাংলাদেশ দলের জন্য দ্রুতই একজন কোচ খুঁজে পাওয়ার ব্যাপারে আশাবাদী কারস্টেন। তিনি বলেন, ‘বাংলাদেশ দলের হয়ে অতীতে অনেকেই ভালো কাজ করেছেন। কোচ খুঁজে বের করতে গিয়ে আমাকে ভাবতে হচ্ছে, অতীতে বাংলাদেশ দলের কাজে এসেছে কোন বিষয়গুলো। আমি জানতে চাচ্ছি, অতীতে কোন বিষয়গুলো বাংলাদেশ ক্রিকেট দলের জন্য বেশি কাজে লেগেছে। সবমিলিয়ে আমি মনে করি এ ব্যাপারে একটা ভালো ধারণা পেয়েছি। এখন আমার কাজ বাংলাদেশ দলের জন্য উপযুক্ত একজনকে খুঁজে বের করা, যিনি দলের কাজে ভালোভাবেই লাগতে পারেন। অনেক দিন ধরেই তো বাংলাদেশের একজন হেডকোচ নেই। আমি আশা করি দুই সপ্তাহের মধ্যে আমি বোর্ডের সামনে কাউকে নিয়ে আসতে পারব।’

বাংলাদেশ ক্রিকেট দলের পর্যালোচনা বা দলের অভ্যন্তরীণ নিরীক্ষার বিষয়টিও ব্যাখ্যা করেছেন কারস্টেন, ‘প্রতিটি দলই ভিন্ন। প্রতিটি দলের চ্যালেঞ্জগুলোও ভিন্ন। বাংলাদেশ খুবই সম্ভাবনাময় দল। বাংলাদেশ ক্রিকেট দুনিয়ার বড় বড় দলগুলোর বিপক্ষে সাফল্য পেয়েছে। দলে বেশ কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটার আছে। তরুণেরা উঠে আসছে। আমি এই দলটার মধ্যেই এক ধরনের স্থিতিশীলতা নিয়ে আসতে চাই। সেই সঙ্গে নিশ্চিত করতে চাই এই দলের জন্য সব ধরনের অবকাঠামোগত সুবিধা ঠিকঠাক আছে।’

ক্রিকেটারদের সঙ্গে কথা বলে ভালো লেগেছে কারস্টেনের। তাদের ভালো করার তাড়নাটাই বেশি মনে ধরেছে সাবেক প্রোটিয়া ওপেনারের, ‘ তাঁরা বিশ্বাস রাখে। তাঁরা জানে ক্রিকেট দুনিয়ার সর্বোচ্চ পর্যায়ে তারা খেলছে। আমি মনে করি, তাদের নির্দিষ্ট লক্ষ্য আছে। সেই লক্ষ্যটা তারা পূরণ করতে চায়। তারা ভালো করতে চায়। আমি মনে করি এই ভালো করতে চাওয়ার খিদেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

সোনালীনিউজ/আরআইবি/জেডআই

Wordbridge School
Link copied!