• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মাশরাফি-সাকিবদের প্রধান কোচ হচ্ছেন ওয়ালশ


নিজস্ব প্রতিবেদক মার্চ ২২, ২০১৮, ০৭:২৬ পিএম
মাশরাফি-সাকিবদের প্রধান কোচ হচ্ছেন ওয়ালশ

ফাইল ছবি

ঢাকা: গত বছর দক্ষিণ আফ্রিকা সফরের পর থেকে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচের পদটি শূন্য রয়েছে। কোচ হাথুরেসিংহে পদত্যাগ করায় চলতি বছরের শুরুতে ঘরের মাঠে টাইগাররা ত্রিদেশীয় সিরিজ, টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ খেলেছে হেড কোচ ছাড়াই। যদিও বিসিবি পরিচালক খালেদ মাহমুদকে দলের টেকনিক্যাল ডিরেক্টরের দায়িত্ব দেয়া হয়েছিল। এরপর বোলিং কোচ কোর্টনি ওয়ালশকে ভারপ্রাপ্ত প্রধান কোচের দায়িত্ব দিয়ে তামিম-মোস্তাফিজদের নিদাহাস ট্রফি খেলতে শ্রীলঙ্কায় পাঠানো হয়।  

লঙ্কায় অবস্থানকালে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান ঘোষণা দিয়েছেন এপ্রিলের মধ্যেই টাইগারদের জন্য নতুন কোচ আনবেন তিনি। এরইমধ্যে নিদাহাস ট্রফি খেলে দেশে ফিরেছে লাল সবুজের দল। অল্পের জন্য শিরোপা ছুঁতে না পারলেও দুর্দান্ত নৈপুন্য প্রদর্শন করেছে টাইগাররা। ভারপ্রাপ্ত প্রধান কোচ কোর্টনি ওয়ালশের অধীনে দারুন খেলেছে রুবেল-সাব্বিররা।

ফলে কোর্টনি ওয়ালশকে বাংলাদেশ দলের প্রধান কোচ করার বিষয়ে ভাবনা শুরু করেছেন অনেকেই। তারমধ্যে অন্যতম বিসিবি পরিচালক খালেদ মাহমুদ। এই ক্যারিবীয় জিবন্ত কিংবদন্তিকে ভারমুক্ত করে প্রধান কোচ হিসাবে নিয়োগ দেয়ার পক্ষে সাবেক অধিনায়ক মাহমুদ। তিনি বলেন, ‘কোর্টনি দারুণ একজন মানুষ। ভীষণ সৎ। নিদাহাস ট্রফিতে দারুণভাবে সাপোর্ট করেছেন, অনুপ্রাণিত করেছেন খেলোয়াড়দের। তাই আমার মতে তাকে প্রধান কোচ করা যায়।’

কয়েক বছর আগেও টেস্ট ফরম্যাটে সর্বোচ্চ উইকেটের মালিক ছিলেন ওয়ালশ। তার অভিজ্ঞতার ভান্ডার সমৃদ্ধ। এ বিষয়ে খালেদ মাহমুদ বলেন, ‘তার অভিজ্ঞতা তো ৪০ বছরের, দীর্ঘ দিন থেকে ক্রিকেটের সঙ্গে জড়িত। তার অভিজ্ঞতা নিয়ে আসলে কোনও কথার বলার সুযোগ নেই। দলের সবাই তাকে পছন্দ করে। সব মিলিয়ে শেষ সিরিজে তিনি ছিলেন অসাধারণ।’

শ্রীলঙ্কায় অবস্থানকালে বিসিবি সভাপতি ঘোষণা দিয়েছিলেন এপ্রিলের মধ্যেই টাইগারদের জন্য নতুন কোচ নিয়োগ দেয়া হবে। এ প্রসঙ্গে বিসিবি এই পরিচালক বলেন, ‘(প্রধান কোচ নিয়োগের সময়) জানা নেই। তিনি (নাজমুল হাসান) যখন বলেছেন, কিছু একটা তো হবেই। আমি মনে করি যেই আসুক, একজন উপযুক্ত কোচ আমাদের দরকার। সেগুলোই উনারা চিন্তা করছেন। তবে অনেক নামই হয়তো আছে, সবকিছু তিনি কিভাবে গুছিয়ে নিতে পারবেন, সেটাই দেখার বিষয়।’

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!