• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মাশরাফি-সাকিবদের বারবার ফাইনালে হারের কারণ জানালেন মনোবিদ


ক্রীড়া প্রতিবেদক অক্টোবর ১৯, ২০১৮, ১১:৫৫ এএম
মাশরাফি-সাকিবদের বারবার ফাইনালে হারের কারণ জানালেন মনোবিদ

ঢাকা: ক্রিকেটারদের মানসিকভাবে শক্ত করে তুলতে মনোবিদ এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গত দুই দিনে ক্রিকেটারদের সঙ্গে দুটি সেশনে বসেছিলেন কানাডাপ্রবাসী মনোবিদ আলী আজহার খান। এ নিয়ে তিনি সংবাদমাধ্যমের সঙ্গে তার অভিজ্ঞতা ভাগাভাগি করেছেন। বাংলাদেশ দলের সঙ্গে এরআগেও মনোবিদ কাজ করেছেন। ২০০৩ থেকে এখনও অবধি পাঁচজন মনোবিদ এসেছেন বাংলাদেশে।

ক্রিকেটারদের সঙ্গে দুটি সেশন করার মনোবিদ আলী আজহার খানের উপলব্ধি গত চার বছরে অনেক বদলে গেছেন মুশফিকরা। তিনি বলছেন,‘ আগের সঙ্গে যদি এখনকার তুলনা করি বলব, তারা অনেক বেশি বদলে গেছে। এখন তাদের ভেতর অনেক বেশি আত্মবিশ্বাস তৈরি হয়েছে। মানসিক দিক থেকেও অনেক শক্ত হয়েছে তারা।’

এই বদলে যাওয়া ইতিবাচক। খেলোয়াড়েরা মনস্তাত্ত্বিকভাবে বদলে গেছে বলেই ঘরে-বাইরে সাফল্য পাচ্ছে। কিন্তু কোনও ট্রফি জিততে পারছেন না কেন মাশরাফিরা? এ বছরই যেমন বাংলাদেশ দল ফাইনাল হেরেছে তিনবার। বারবার তীরে এসে তরি ডুবছে।

এর ব্যাখ্যা মনোবিদ দিলেন এভাবে,‘ আত্মবিশ্বাসটা আমরা (জয়ের) খুব কাছে এসে ধরে রাখতে পারি না। আমরা একে বলি তীরে এসে তরি ডোবা। এই তীরে আসতেও অনেক গুণ লাগে। তাঁরা যখন ওই চ্যালেঞ্জে আসছে, তীরে আসার পর নৌকার ওজন যখন বেশি হয়ে যাচ্ছে, তখন আর আত্মবিশ্বাসটা ধরে রাখতে পারছে না।

আমাদের সুপ্ত প্রতিভাকে আরও বেশি বিকশিত করার চেষ্টা করতে হবে, যাতে আমরা সবচেয়ে কঠিন মুহূর্তে সবকিছু ধরে রাখতে পারি। অবশ্যই এটা একটা স্কিল। এটা জাদু বা অন্য কিছু নয়। এটা অর্জন করার জন্য চর্চা করতে হবে। আমরা যখন মনস্তাত্ত্বিক স্কিল ট্রেনিং করব প্রতিদিন, তখন মস্তিষ্কের পেশি (মেন্টাল মাসল) উন্নত হবে। এখন পর্যন্ত এটাই আমার মনে হয়েছে।’

বারবার ফাইনালে গিয়ে হারের যন্ত্রণা যেন সহ্য করতে না হয় তার জন্য কিছু সূত্রের কথা বলেছেন আলী আজহার খান,‘ আমরা প্রায় সব দলকেই হারাচ্ছি, সেই অভিজ্ঞতা আমাদের আছে।

এই বিশ্বাসটা যখন আরও শক্ত হবে, তখন ধারাবাহিকতা আরও বাড়বে। আমরা টুর্নামেন্টগুলোয় যখন চূড়ান্ত সাফল্যের কাছাকাছি চলে আসি, তখন কিন্তু প্রত্যাশার চাপ অনেক বেড়ে যায়। তখন মানসিকভাবে শক্ত না হওয়ায় আমরা সেটাকে (ছন্দ) ধরে রাখতে পারি না। যদি আমরা মস্তিষ্কের পেশি উন্নত করতে পারি তাহলে এটা সম্ভব।’

সোনালীনিউজ/আরআইবি/এমটিআই

Wordbridge School
Link copied!