• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মাশরাফিকে নিয়ে মুশফিকের রসিকতা!


ক্রীড়া প্রতিবেদক অক্টোবর ১৭, ২০১৮, ০৪:২৬ পিএম
মাশরাফিকে নিয়ে মুশফিকের রসিকতা!

ছবি: সংগৃহীত

ঢাকা: আইসিসি ওয়ানডে বিশ্বকাপ শুরু হতে আর খুব বেশি দেরি নেই। আগামী বছরের মে মাসে ইংল্যান্ডে বসছে ৫০ ওভারের ক্রিকেটে বিশ্বসেরার লড়াই। তার আগে  দর্শকদের মধ্যে উন্মাদনা ছড়িয়ে দিতে শুরু হয়েছে বিশ্বব্যাপী বিশ্বকাপ ট্রফি প্রদর্শনী। তারই ধারাবাহিকতায় ট্রফিটি এখন বাংলাদেশে।

বুধবার (১৭ অক্টোবর) বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবি একাডেমির সামনে রাখা হয় ট্রফিটি। এর মাঝেই ট্রফির সঙ্গে ছবি তোলেন বাংলাদেশ দলের খেলোয়াড়েরা। প্রথমে ট্রফি দর্শনে আসেন মুশফিকুর রহীম। এরপর একে একে আসেন আরিফুল হক, নাজমুল ইসলাম অপু, আবু হায়দার রনি, মেহেদী হাসান মিরাজসহ অন্যান্যরা। সবাই বিশ্বকাপ ট্রফির সঙ্গে ছবি তোলেন। তোলেন সেলফিও।

তবে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে ট্রফির কাছে দেখা যায়নি। ম্যাশ কোথায়? সাংবাদিকদের এমন প্রশ্ন আসতেই রসিকতার সুরে মুশফিকের উত্তর-মাশরাফি ভাই ভাবছেন, কীভাবে কাপটা নেবেন!

হাঁ সে দিন খুব বেশি দুরে নয়, যেদিন বিশ্বকাপ জিতবে লাল সবুজের বাংলাদেশ। এ প্রসঙ্গে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন বলেন, ‘এই বিশ্বকাপ ট্রফি আশা করি আমাদের ঘরে আসবে। এখন আমরা যে প্রক্রিয়ায় এগিয়ে যাচ্ছি সামনের বিশ্বকাপে ভালো ফল হবে আশা করি। “বিশ্বকাপ” শব্দটাই অন্য রকম। এটা সব সময়ই উজ্জীবিত করে তরুণ খেলোয়াড়দের। আমার বিশ্বাস আগামী বিশ্বকাপে আমরা ভালো করব।’

সাবেক অধিনায়ক বলেন, ‘সবারই স্বপ্ন থাকে বিশ্বকাপে ভালো খেলার। আশা করি ভালো কিছুই হবে। দলের সবাই ট্রফি জেতার জন্যই খেলবে।’

১৮ অক্টোবর ঢাকায় যমুনা ফিউচার পার্কে ট্রফিটি সর্বসাধারণের দেখার জন্য উম্মুক্ত থাকবে এটি। ট্রফি প্রদর্শনের এ যাত্রা চলাকালীন সময়ে ক্রিকেটানুরাগীরা বিশ্বকাপ ট্রফির সাথে ছবি তোলার পাশাপাশি অংশ নিতে পারবে ভার্চুয়াল রিয়েলিটি ক্রিকেট জোনে। পরের দিন ১৯ অক্টোবর সিলেট ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আর ২০ অক্টোবর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ট্রফিটি প্রদর্শিত হবে।

প্রতিবার ক্রিকেট বিশ্বকাপের আগেই বিশ্বের বিভিন্ন জায়গায় ট্রফি প্রদর্শনের আয়োজন করে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। রীতি অনুযায়ী বিশ্বকাপ ট্রফি বিভিন্ন দেশে ঘোরনো হয়। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ঐতিহ্য অনুসারে ২৭ আগস্ট থেকে শুরু হয় ‘ট্রফি ট্যুর’। বাংলাদেশ পর্ব শেষে নেপাল, ভারত, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, কেনিয়া, নাইজেরিয়া, ফ্রান্স, নেদারল্যান্ডস, জার্মানি হয়ে ট্রফিটি পৌঁছাবে বিশ্বকাপের আয়োজক দেশ ইংল্যান্ডে।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!