• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

মাশরাফিদের আশার পালে হাওয়া সাকিব


ক্রীড়া প্রতিবেদক অক্টোবর ১৪, ২০১৭, ০৬:০০ পিএম
মাশরাফিদের আশার পালে হাওয়া সাকিব

ঢাকা: টেস্ট সিরিজে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দাঁড়াতেই পারেনি বাংলাদেশ। প্রথম টেস্টে ইনিংস পরাজয় এড়াতে পারলেও দ্বিতীয়টিতে শেষ রক্ষা হয়নি মুশফিকুর রহীমের দলের। তবে হতাশা ঝেড়ে ফেলে ওয়ানডে সংস্করণে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশায় মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বে বদলে যাওয়া লাল সবুজের দল। আশার পালে হাওয়া দিচ্ছেন বিশ্রাম কাটিয়ে ফেরা বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

রোববার (১৫ অক্টোবর) কিম্বার্লির ডায়মন্ড ওভালে তিন ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে প্রোটিয়াদের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। ওয়ানডে সিরিজকে সামনে রেখে দলের তারকা অল-রাউন্ডার সাকিব আল হাসানের ফিরে আসা বাংলাদেশ দলকে অনেকটাই উজ্জীবিত করে তুলেছে।

টেস্ট সিরিজে অনুপস্থিত সাকিবকে ওয়ানডে দলে পেয়ে বাংলাদেশ আত্মবিশ্বাস ফিরে পেয়েছে। বৃহস্পতিবার অবশ্য ব্লোয়েমফনটেইনে অনুশীলন ম্যাচে দক্ষিণ আফ্রিকা একাদশের কাছে ৬ উইকেটে পরাজিত হয়েছে সফরকারী বাংলাদেশ। ম্যাচটিতে সাকিব সর্বোচ্চ ৬৮ রান করেন।

এদিকে দক্ষিণ আফ্রিকার কাছে এই সিরিজটি ২০১৯ বিশ্বকাপ প্রস্তুতির প্রথম ধাপ। ওয়ানডে অধিনায়ক হিসেবে ডি ভিলিয়ার্সের স্থলাভিষিক্ত হয়েছেন ফাফ ডু প্লেসিস। এছাড়া নতুন কোচ ওটিস গিবসনের অধীনে পুরো দলই নিজেদের এগিয়ে নেবার চ্যালেঞ্জ গ্রহণ করেছে। ওয়েস্ট ইন্ডিয়ান গিবসন জানিয়েছেন বিশ্বকাপের আগে দুই বছর বেশ কিছু খেলোয়াড়কে সুযোগ দিয়ে তাদের যথার্থতা যাচাই করা হবে। তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে একটি সেরা দলই তারা বিশ্বকাপের জন্য বাছাই করতে চায়।

দক্ষিণ আফ্রিকা দল: ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), হাশিম আমলা, টেম্বা বাভুমা, ফারহান বেহার্দিয়েন, কুইনটন ডি কক (উইকেটরক্ষক), এবি ডি ভিলিয়ার্স, জেপি ডুমিনি, ইমরান তাহির, ডেভিড মিলার, ওয়েইন পারনেল, ডেন পিটারসন, আনডিলে ফেলুকুয়ায়ো, ডুয়াইন প্রেটোরিয়াস, কাগিসো রাবাদা।

বাংলাদেশ দল: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), ইমরুল কায়েস, লিটন দাস (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, মেহদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফ উদ্দিন, মুমিনুল হক, মুশফিকুর রহীম (উইকেটরক্ষক), মোস্তাফিজুর রহমান, নাসির হোসেন, রুবেল হোসেন, সাব্বির রহমান, সাকিব আল হাসান, সৌম্য সরকার, তামিম ইকবাল, তাসকিন আহমেদ।

বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ওযানডে সিরিজের সূচী:
১৫ অক্টোবর : ১ম ওয়ানডে, কিম্বারলি
১৮ অক্টোবর : ২য় ওয়ানডে, পার্ল
২২ অক্টোবর : ৩য় ওয়ানডে, ইস্ট লন্ডন

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!