• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

মাশরাফিদের ঘাম ঝরাতে প্রস্তুত আফগানিস্তান


ক্রীড়া প্রতিবেদক সেপ্টেম্বর ২৫, ২০১৬, ১০:১৩ এএম
মাশরাফিদের ঘাম ঝরাতে প্রস্তুত আফগানিস্তান

প্রথমবারের মত বাংলাদেশের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে যাচ্ছে আফগানিস্তান। টেস্ট খেলুড়ে একটি দেশের বিপক্ষে খেলার সুযোগ পেয়ে দারুণ রোমাঞ্চিত আফগানরা। তবে শক্তি ও অভিজ্ঞতার তারতম্যটা জানেন তারা। জয় না পেলেও বাংলাদেশের ঘাম ঝড়িয়ে ছাড়বেন বলে জানালেন সফরকারীদের প্রধান কোচ লালচাঁদ রাজপুত।

শনিবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে আফগানিস্তানের ভারতীয় কোচ রাজপুত বলেন, ‘সত্যি বলতে কি, আমরা সবাই রোমাঞ্চিত। টেস্ট- প্লেইং দেশের বিপক্ষে খেলতে পারা সবসময়ই চ্যালাঞ্জিং। এটাই এ দু’দলের প্রথম দ্বিপাক্ষিক সিরিজ। যা আমাদের এবং আফগানিস্তান ক্রিকেট বোর্ডকে অনেক বড় অনুপ্রেরণা দেবে। এই সিরিজ আমাদের ক্রিকেটারদের অনেক এগিয়ে নিয়ে যাবে। এ রকম টেস্ট প্লেইং দেশের বিপক্ষে ম্যাচ আমাদের অনেক সাহায্য করবে।’

এর আগে ২০১৪ সালের এশিয়া কাপে বাংলাদেশের বিপক্ষে নিজেদের প্রথম ওয়ানডেতেই জয় পেয়েছিলো আফগানিস্তান। ওই ম্যাচের সুখস্মৃতি এখনও কাজ করছে তাদের মনে। তবে সেটা নিয়ে ভাবতে রাজী নন কোচ। তাদের বিশ্বাস, ওই সময়ের চেয়ে অনেক এগিয়েছে আফগানিস্তান। তাই এবার আরও বড় প্রতিরোধ গড়বেন বলে বিশ্বাস আফগান কোচের।

একমাত্র প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশের বিপক্ষে বড় জয়ই পেয়েছে আফগানিস্তান। ২৩৩ রানের সাদামাটা স্কোর গড়েও ৬৬ রানের জয় পায় তারা। নিজেদের বোলিং শক্তির উপর দারুণ আস্থা রয়েছে আফগানদের। তবে আসল ম্যাচে জয় পাওয়া কঠিন হবে বলে মনে করেন কোচ। যদিও নিজেদের সেরাটা দিয়ে বাংলাদেশের ঘাম ঝরাবেন বলে জানালেন তিনি।

রাজপুত বলেন, ‘আমরা খুব ভালো সামঞ্জস্যপূর্ণ দল। আমাদের ভালো মিডিয়াম পেসার এবং স্পিনার আছে- যারা বাংলাদেশের বিপক্ষে ভালো করতে পারবে। আর জয়তো জয়ই- সেটা হোক প্রস্তুতি ম্যাচ। আমরা এটা থেকে আত্মবিশ্বাস পেয়েছি এবং এটা থেকে ধারাবাহিকতা ধরে রাখার চেষ্টা করবো। বাংলাদেশ টেস্ট প্লেয়িং দেশ, যারা ঘরের মাঠে খুবই ভালো খেলছে। তাই জয় পাওয়াটা খুব সহজ হবে না। তবে আমরা তাদের ঘাম ঝরিয়ে ছাড়বো।’

উল্লেখ্য, আজ রোববার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে আফগানিস্তান। এরপর ২৮ সেপ্টেম্বর ও ১ অক্টোবর সিরিজের বাকি ম্যাচে একই মাঠে মুখোমুখি হবে দলদুটি।

সোনালীনিউজ/ঢাকা/এমটিআই

Wordbridge School
Link copied!