• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মাশরাফির ছোঁয়ায় বদলে যায় দল বললেন তামিম


ক্রীড়া প্রতিবেদক আগস্ট ১৬, ২০১৮, ০৫:৫২ পিএম
মাশরাফির ছোঁয়ায় বদলে যায় দল বললেন তামিম

ফাইল ছবি

ঢাকা: ওয়েস্ট ইন্ডিজ সফরের শুরুতেই হোঁচট খায় বাংলাদেশ দল। এমন কি টেস্ট সিরিজে ক্যারিবীয়দের কাছে ২-০ ব্যবধানে ধবলধোলাই হয় সাকিব আল হাসানের দল। কিন্তু ওয়ানডে সিরিজে অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়ায় টাইগাররা। মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বে স্বাগতিকদের বিপক্ষে ২-১ সিরিজ জিতে নেয় লাল সবুজের জার্সিধারীরা। সেই ধারা বজায় রেখে টি-টোয়েন্টি সিরিজও নিজেদের করে নেয় সফরকারিরা।

কি করে বদলে গেল। এত অল্প সময়ে এই পরিবর্তনের রহস্যই বা কি? এমন পশ্নে জাতীয় দলের এক নম্বর ওপেনার তামিম ইকবাল জানালেন, ‌‌‌‌‘মাশরাফি বিন মর্তুজা’। তার ছোঁয়ায় বদলে যায় দলের পরিবেশ। তিনি দলের অনুপ্রেরনা। দলের সবাইকে এক সুতোয় গেথে রাখেন। এটাই তার বড় গুন।  

জাতীয় দলের এই ওপেনার বলেন, ‘টেস্ট সিরিজে আমরা ভেঙে পড়েছিলাম। তাই ওয়ানডে সিরিজ ছিল আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই ফরমেটেই আমরা সবচেয়ে বেশি স্বচ্ছন্দ্য। মাশরাফি ভাই নেতৃত্বে এসেই দলের পরিবেশটা বদলে দিলেন। হয়তো তিনি কারও হাতে ধরে ব্যাটিং বা বোলিং করিয়ে দেননি। তবে আমাদের ঘুরে দাঁড়ানোর পিছনে তার বিশাল অবদান ছিল।’

তামিম ইকবাল বলেন, ‘টেস্ট সিরিজ বাজেভাবে শেষ হওয়ার পর আমাদের মানসিক অবস্থা খারাপ হয়ে পড়েছিল। কিছুতেই খেলোয়াড়দের মাইন্ডসেট হচ্ছিল না। তিনি (মাশরাফি) যে ইতিবাচকতার ঢেউ তুললেন, সেটাই আমাদের বদলে দিল। এটাই বড় ফ্যাক্টর ছিল।’

দেশ সেরা এই ব্যাটসম্যান বলেন, ‘আমরা প্রথম দুই ওয়ানডে জিতে সিরিজ নিশ্চিত করতে চেয়েছিলাম। কারণ গায়ানার উইকেট এবং বড় মাঠ আমাদের সঙ্গে বেশি মানানসই ছিল। সেন্ট কিটসে তারা সুবিধা পায় বেশি। ওই যে বললাম, মাশরাফি ভাইয়ের এখানেও বড় ভূমিকা ছিল। তৃতীয় ওয়ানডের আগে আমরা বসলাম এবং আলোচনা করলাম। যদি আমরা ম্যাচের আগেই তাদের সুবিধা নিয়ে ভাবতাম, ভাবতাম তারা ফেবারিট। তবে তো আগেই হেরে যেতাম। তাই মানসিকতা বদলানো দরকার ছিল। আমরা ম্যাচটি খেলতে চেয়েছি, নেতিবাচক ভাবনা মাথায় না নিয়ে দেখতে চেয়েছি কি হয়।’

প্রসঙ্গত, তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে বাংলাদেশ জিতলেও, দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা। তবে সেন্ট কিটসে শেষ ওয়ানডে জিতে ২-১ ব্যবধানে সিরিজ নিজেদের করে নেয় মাশরাফির দল। যে সাফল্য পরে অনূদিত হয় টি-টোয়েন্টি সিরিজেও। প্রথম ম্যাচ হারের পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ২-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজও জিতে নেয় টাইগাররা।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!