• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

মাশরাফির পথে হাঁটছেন মুশফিক


ক্রীড়া প্রতিবেদক নভেম্বর ২৭, ২০১৬, ০৭:৫৫ পিএম
মাশরাফির পথে হাঁটছেন মুশফিক

ঢাকা : বাংলাদেশের ওয়ানডে ও টি২০ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার কুমিল্লা ভিক্টোরিয়ান্স হারতে হারতে জিততে ভুলে গেছে। একই অবস্থা হতে চলেছে বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহীমের দল বরিশাল বুলসেরও। ঢাকায় পর পর তিন ম্যাচ জেতার পর মুশফিকের দল চট্টগ্রামে গিয়ে জিততে ভুলে গেলো।

টানা তিন ম্যাচ হারের পর ঢাকায় ফিরেও বরিশালের ছবিটা বদলায়নি। খুলনা টাইটানসের সঙ্গে হারের পর ঢাকা ডায়নামাইটসের কাছেও বরিশাল হেরে গেলো ৪ উইকেটে।

বরিশালের ১৩২ রান ঢাকা টপকে গেছে ১৯.২ ওভারে ছয় উইকেট হারিয়ে। এই পরাজয়ে বরিশালের শেষ চারে ওঠা অনেকটাই ফিকে হয়ে গেছে। নয় ম্যাচে তিন জয়ে ছয় ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ছয় নম্বরে মুশফিকের দল। সাকিবের ঢাকা সমসংখ্যক ম্যাচে ছয় জয়ে ১২ পয়েন্ট নিয়ে আবার শীর্ষে উঠে গেছে।

রান তাড়া করতে নেমে কারো একক অবদান নয় বরং সম্মিলিত অবদানে আরেকটি ম্যাচ জিতে নিলো ঢাকা। আগের দুই ম্যাচে ব্যাটিংয়ের সুযোগ না পাওয়া নাসির হোসেনের ব্যাট থেকে এসেছে সর্বোচ্চ ৩৪ রান। ইনফর্ম মেহেদি মারুফ এদিন ১ রানের বেশি করতে পারেননি। তবে দ্বিতীয় উইকেটে অধিনায়ক সাকিব আল হাসান ও কুমার সাঙ্গাকারার ৫১ রানের জুটি জয়ের রাস্তা পরিস্কার করে দিয়েছে ঢাকার।

তবে ৫ রানের মধ্যে সাকিব-সাঙ্গাকারাকে বিদায় করে ঢাকাকে চাপে ফেলেছিল বরিশাল। কিন্তু চতুর্থ উইকেটে মোসাদ্দেক-নাসিরের ৪২ বলে ৫৫ রান চাপমুক্ত করেছে ঢাকাকে। সঙ্গাকারা ৩৩ বলে ৩২, সাকিব ২১ বলে ২২ ও মোসাদ্দেক ২০ বলে ২৩ রান করেন। ১৯ রানে ২ উইকেট তুলে নিয়েছেন তাইজুল ইসলাম।

বরিশাল শাহরিয়ার নাফীস ও মুশফিকের ব্যাটের দিকেই সবসময় চেয়ে থাকে। এই দুজন ভালো করলে তাদের জয়ের সম্ভাবনা উজ্জ্বল হয়। অবশ্য এদিন নাফীস নিষ্প্রভ ছিলেন। ৩ রানের বেশি করতে পারেননি। বরিশালের স্কোর নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৩২ পর্যন্ত পৌঁছেছে আসলে মুশফিকুরের সৌজন্যে। ৩০ বলে ৩৬ রান করেন বরিশাল অধিনায়ক। এছাড়া বলার মতো রান করেছেন নাদিফ রুম্মান রইস ১৩ বলে ২৫।

সংক্ষিপ্ত স্কোরকার্ড:
বরিশাল বুলস: ১৩২/৬ (২০ ওভার) (মুশফিকুর ৩৬, রইস ২৫, নাদিফ ২১, পেরেরা ১৫, মুনাবিরা ১০। জায়েদ ১/১২, বোপারা ১/২৩, সাকিব ১/৩১, ব্রাভো ১/৩৫।)
ঢাকা ডায়নামাইটস: ১৩৫/৬ (১৯.২ ওভার) (নাসির ৩৪, সাঙ্গাকারা ৩২, মোসাদ্দেক ২৩, সাকিব ২২, প্রসন্ন ১০। তাইজুল ২/১৯, মনির ১/১২, কামরুল ১/১৪, এনামুল ১/২৪।)

ফল: ঢাকা ডায়নামাইটস ৪ উইকেটে জয়ী।

ম্যান অব দ্য ম্যাচ: সাকিব আল হাসান (ঢাকা ডায়নামাইটস) 

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম 
 

Wordbridge School
Link copied!