• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

মাশরাফির সামনে যে রেকর্ডের হাতছানি


ক্রীড়া প্রতিবেদক জানুয়ারি ২২, ২০১৮, ০৭:৫৮ পিএম
মাশরাফির সামনে যে রেকর্ডের হাতছানি

ঢাকা: এই মুহুর্তে ১৮৪টি ম্যাচ খেলে ২৩৫ উইকেট নিয়ে ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারি মাশরাফি বিন মুর্তজা। দেশের হয়ে আরও একটি মাইলফলক স্পর্শ করতে যাচ্ছেন লাল সবুজের ওয়ানডে অধিনায়ক। আর মাত্র একটি ৫০ ওভারের ম্যাচ জিতলেই হাবিবুল বাসারকে টপকে যাবেন ‘নড়াইল এক্সপ্রেস’।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) ত্রিদেশীয় সিরিজের পঞ্চম ম্যাচে জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। ওই ম্যাচে জয় পেলেই বাংলাদেশের হয়ে ওয়ানডেতে সবচেয়ে বেশি জয় পাওয়া অধিনায়ক হিসেবে রেকর্ড গড়বেন মাশরাফি।

ওয়ানডে ক্রিকেটে অধিনায়ক হিসেবে বর্তমানে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ম্যাচ জয়ের রেকর্ড রয়েছে সাবেক দলপতি হাবিবুল বাশার ও মাশরাফি। বাশার ৬৯ ওয়ানডেতে বাংলাদেশকে নেতৃত্ব দিয়ে ২৯টি ম্যাচে দলকে জিতিয়েছেন। অপরদিকে, ৫২টি ওয়ানডেতে নেতৃত্ব দিয়ে টাইগারদের ২৯টি জয়ের স্বাদ দিয়েছেন মাশরাফি। বাশারের নেতৃত্বে ৪০টি ম্যাচ হেরেছে বাংলাদেশ। তবে মাশরাফির নেতৃত্বে ২১টি ম্যাচ হারে বাংলাদেশ।

বাশার-মাশরাফির পর বাংলাদেশকে তৃতীয় সর্বোচ্চ ২৩টি ওয়ানডেতে জয়ের স্বাদ দিয়েছেন ৫০টি ম্যাচে নেতৃত্ব দেয়া সাকিব আল হাসান।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!