• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মাশরাফিরা এখন ইংল্যান্ডে


ক্রীড়া প্রতিবেদক মে ২৫, ২০১৭, ০৮:৫৭ পিএম
মাশরাফিরা এখন ইংল্যান্ডে

ঢাকা: আয়ারল্যান্ডে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজের শিরোপা জিততে না পারলেও দারুণ কিছু অর্জন রয়েছে বাংলাদেশ দলের। তারমধ্যে অন্যতম হলো প্রথমবারের মত ওয়ানডে র‌্যাংকিংয়ে ষষ্ঠ স্থান দখল এবং নিউজিল্যান্ডকে হারিয়ে টেস্ট স্ট্যাটাস পাওয়া সব দলের বিপক্ষে বিদেশের মাটিতে জয়ের বৃত্ত পূরণ। এমন অর্জন সঙ্গী করেই আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে খেলতে ইংল্যান্ডে পৌঁছেছে মাশরাফি বিন মুর্তাজার দল।

আয়ারল্যান্ডের ডাবলিন থেকে বুধবার (২৪ মে) সন্ধ্যায় ইংল্যান্ডের পথে রওনা হয় টাইগাররা। ১ ঘন্টা পাঁচ মিনিট বিমান ভ্রমণ শেষে বার্মিংহামে পৌঁছায় বাংলাদেশ দল। আগামী পহেলা জুন স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ।  

চ্যাম্পিয়নস ট্রফির আগে বাংলাদেশ দল দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে। বার্মিংহামে প্রথম প্রস্তুতি ম্যাচে ২৭ মে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। পর দিন লন্ডনে যাবে মাশরাফির দল। ভারতের বিপক্ষে ৩০ মে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ খেলার পর ১ জুন উদ্বোধনী ম্যাচ খেলবে বাংলাদেশ।

ত্রিদেশীয় সিরিজ শেষে দেশে ফিরে আসার কথা রয়েছে নাসির হোসেন ও শুভাশীষ রায়ের। ক্রিকেট বোর্ড আগেই জানিয়েছিল, মুশফিকুর রহিমের স্ট্যান্ডবাই হিসেবে কাজী নুরুল হাসান সোহান চ্যাম্পিয়নস ট্রফির দলের সঙ্গে ইংল্যান্ড সফর করবে।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!