• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মাশরাফিরা এখন ডাম্বুলায়


ক্রীড়া ডেস্ক মার্চ ২৩, ২০১৭, ০১:৩৫ পিএম
মাশরাফিরা এখন ডাম্বুলায়

ঢাকা : শ্রীলঙ্কা সফরের টেস্ট সিরিজে দারুণ সময় কাটিয়েছে বাংলাদেশ। প্রথম ম্যাচটি হেরে গেলেও সিরিজের দ্বিতীয় ও বাংলাদেশের শততম ম্যাচে পেয়েছে ৪ উইকেটের দারুণ জয়। স্মরণীয় করে রেখেছে শততম টেস্ট। এবার ওয়ানডে সিরিজের জন্য প্রস্তুত হচ্ছেন মাশরাফি-মুশফিকরা।

গতকাল এক মাত্র প্রস্তুতি ম্যাচে ২ রানে হারলেও ব্যাটিংয়ের প্রস্তুতিটা ভালো ভাবেই সেরে নিয়েছে মাশরাফি-মাহমুদুল্লারা। কলম্বোতে প্রস্তুতি ম্যাচ শেষে বাংলাদেশের ক্রিকেটাররা এখন আছেন ডাম্বুলায়। এখানেই ওয়ানডে সিরিজের প্রথম দুটি ম্যাচ খেলবে টাইগাররা।

টেস্ট সিরিজের মতো ওয়ানডে সিরিজেও লড়াইটা জমজমাট হবে বলেই আশা ক্রিকেটপ্রেমীদের। প্রস্তুতি ম্যাচেও মিলেছে তেমন আভাস। ৩৫৫ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে জয়ের বন্দরে প্রায় পৌঁছেই গিয়েছিলেন মাশরাফি-মাহমুদউল্লাহরা। জয়ের তৃপ্তি নিয়ে মাঠ ছাড়তে পারেননি মাত্র দুটি রানের জন্য। মূল ওয়ানডে সিরিজেও হয়তো দেখা যাবে এমন আকর্ষণীয় লড়াই।

আগামী শনিবার শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচটি খেলবে বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় ম্যাচটিও অনুষ্ঠিত হবে ডাম্বুলায়, আগামী ২৮ মার্চ। আর তৃতীয় ম্যাচটি খেলার জন্য আবার দুই দলের ক্রিকেটারদের ফিরতে হবে কলম্বোতে। দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও অনুষ্ঠিত হবে কলম্বোতে।

বাংলাদেশের ওয়ানডে দল : মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), ইমরুল কায়েস, তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোসাদ্দেক হোসেন সৈকত, নুরুল হাসান সোহান, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ, শুভাগত হোম, শুভাশীষ রায়, সৌম্য সরকার, সানজামুল ইসলাম, তাসকিন আহমেদ।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!