• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

মাশরাফিরা শেষ থেকেই শুরু করতে চান


ক্রীড়া প্রতিবেদক সেপ্টেম্বর ২৫, ২০১৬, ১০:০৮ এএম
মাশরাফিরা শেষ থেকেই শুরু করতে চান

আত্মবিশ্বাসী আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজের প্রথমটি খেলবে আজ ফেভারিট বাংলাদেশ। গত বছর নভেম্বরের পর একদিনের আর্ন্তজাতিক ক্রিকেটে পুনরায় ব্যাট হাতে নামছেন টাইগাররা। তবে জিম্বাবুয়ের বিপক্ষে যেখানে যাত্রাটা শেষ হয়েছিল, আইসিসির সহযোগী দেশ আফগানিস্তানের বিপক্ষে সেখান থেকেই শুরু করতে চান বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে গতকাল মিরপুরে এমন আশার কথাই শোনালেন তিনি। 

আফগানিস্তান সিরিজ নিয়ে মাশরাফি বলেন, ‘এটা খুবই গুরুত্বপূর্ণ সিরিজ। বিশেষ করে শেষ এক বছর আমরা কোনো ম্যাচ খেলিনি। এখন আমরা একটা সিরিজে নামছি। আন্তর্জাতিক ক্রিকেটে আফগানিস্তানও এখন খুব ভালো করছে। সে কারণে সিরিজটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

বাংলাদেশ সবশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছে চলতি বছর মার্চে ভারতে টি২০ বিশ্বকাপে। তার আগে ঘরের মাটিতে খেলেছে এশিয়া কাপ টি২০। তাই দ্বিপাক্ষিক তো বটেই ছয় মাসের বেশি সময় পর কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলছে বাংলাদেশ। ইংল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ একটা সিরিজ রয়েছে অক্টোবরে। সেই সিরিজের আগে আফগানদের বিপক্ষে নিজেদের প্রস্তুতিটা ঝালাই করে নেওয়ার সুযোগ পাচ্ছে মাশরাফি বাহিনী। তাই গুরুত্বপূর্ণ এই সিরিজে শুরুতে আক্রমণাত্মক ক্রিকেটই খেলতে চান তারা।

মাশরাফি বলেন, ‘অবশ্যই, আমরা আক্রমণাত্মক ক্রিকেট খেলতে চাই। আমরা যেভাবে শেষ করেছি সেভাবেই খেলা শুরু করতে চাই। অনেক সময় আমাদেরকে ডিফেন্সিভ খেলতে হয়। শুরুতে আমরা চাইব আমাদের সেরা ক্রিকেটটাই খেলতে। সেরা ক্রিকেট বলতে অবশ্যই এটা বুঝায় না, যে মানসিকভাবে আমরা রক্ষণাত্মক হয়ে খেলব।’ বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির সহযোগী দেশে হিসেবে এখনও আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিচ্ছে যুদ্ধবিধ্বস্ত দেশ আফগানিস্তান। সাম্প্রতিক সময়ে ক্রিকেটেও দারুণ উন্নতি করেছে এই দলটি। এমন কি এবার বাংলাদেশ সফরে এসে প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশকে হারিয়ে তার সংকেতও দিয়েছে তারা।

তাই সংবাদ সম্মেলনে সফরকারীদের সমীহ করতেও ভুল করেননি স্বাগতিক অধিনায়ক মাশরাফি। আফগানদের সম্পর্কে তিনি বলেন, ‘আফগানিস্তানের বোলিং অ্যাটাক অবশ্যই খুব ভালো। আসলে তাদের পুরো দলটাকেই আমরা সম্মান করছি। অবশ্যই তারা ভালো দল।’

তবে সমীহ করলেও নিজেদের শক্তির উপর আস্থা রাখছেন টাইগার দলপতি। তিনি বলেন, ‘আমাদের বিশ্বের সেরা বোলিং লাইন আপ এখন আমাদের আছে, এটাই আমরা বিশ্বাস করি। নিজেদের বিশ্বাস ও স্ট্রেন্থ নিয়েই আমরা খেলতে নামব। কালকে (রবিবার) আমরা কি করব সেটা নিয়ে আমরা উদ্বিগ্ন নই। খারাপ খেললে আমরা হারব, এটা নিয়ে ভাবছি না। বরং আমি মনে করি এই চিন্তা করাটা খুব ভালো। এতে আপনি সুযোগগুলো প্রতিপক্ষকে দেবেন না।’

সোনালীনিউজ/ঢাকা/এমটিআই

Wordbridge School
Link copied!