• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মাসিপিসি নয়, ঘুম পাড়াবে অ্যাপ


প্রযুক্তি ডেস্ক জুন ১২, ২০১৬, ১১:২৮ এএম
মাসিপিসি নয়, ঘুম পাড়াবে অ্যাপ

ঘুম পাড়ানি মাসিপিসি মোদের বাড়ি এসো...। ঘুমোতে গেলে ঘুম না এলে এই গান কখনো কখনো গাইতে হয়। আর সারাদিনের পরিশ্রমের পরে রাতে বিছানায় যদি এপাশ-ওপাশ করতে হয় তার থেকে বিরক্তিকর কিছু হয় না। এবারে মাসিপিসি নয়, অ্যাপ আপনাকে ঘুম পাড়িয়ে দেবে।

ঘুম যদি না এলে তার চাইতে বিরক্তিকর আর কিছু হতে পারে না। সারাটা রাত বিছানার এপাশ-ওপাশ করে কাটানো খুবই কষ্টের। যার প্রভাব পড়ে সংসার থেকে কর্মক্ষেত্রে। ডিপ্রেশনের জন্ম দেয়।

তবে এবার সেই সমস্যার সমাধান এসে গেছে। শুধু আপনার প্রিয় স্মার্টফোনটিতে ডাউনলোড করে নিন অ্যাপ। এইসব অ্যাপের কল্যাণেই আপনাকে আর বিনিদ্র রজনী কাটাতে হবে না।

আপনি যেমন ঘুম চাইবেন তেমন পাবেন। যখন উঠতে চাইবেন তখন উঠতে পারবেন। আপনি ঘুমের সময়ে বৃষ্টির গান শুনতে পারেন। চাইলে সেই বৃষ্টি হতে পারে বাড়ির ছাদে কিংবা গাড়ির ছাদে। আবার কর্কশ অ্যালার্ম আপনার ঘুম ভাঙাবে না। আপনাকে সুন্দরভাবে ঘুম পাড়ানোর মতো মিষ্টি সকাল উপহার দেবে এই অ্যাপগুলি।

এমন অনেক অ্যাপ বাজারে এসেছে। এখানে কয়েকটির নাম দেওয়া রইল—

Deep Sleep with Andrew Johnson
Sleepmaker Rain
Sleep Hypnosis
Shut off all the noises!
Nature Sounds Relax and Sleep
Timely Alarm Clock
Sleep as Android

সোনালীনিউজ/ঢাকা/এএম

Wordbridge School
Link copied!