• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মাসুদা ভাট্টিকে নিয়ে বিরূপ মন্তব্য করায় ঝালকাঠিতে মানববন্ধন


ঝালকাঠি প্রতিনিধি অক্টোবর ২২, ২০১৮, ০৬:৫৭ পিএম
মাসুদা ভাট্টিকে নিয়ে বিরূপ মন্তব্য করায় ঝালকাঠিতে মানববন্ধন

ছবি: সোনালীনিউজ

ঝালকাঠি : সাংবাদিক মাসুদা ভাট্টিকে নিয়ে বিরূপ মন্তব্য করায় ব্যারিস্টার মইনুল হোসেনের বিচারের দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন করা হয়েছে। সোমবার (২২ অক্টোবর) সকাল ১১টায় ডিসি অফিসের সামনের সড়কে সচতেন নাগরিক সমাজের ব্যানারে স্থানীয় বিভিন্ন সংগঠন এ মানববন্ধন করে।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তরুণ কর্মকার, পৌর কাউন্সিলর রেজাউল করিম জাকির, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক সোয়েবুর মোর্শেদ সোহেল ও মানবাধিকার কমিশনের জেলা শাখার সাধারণ সম্পাদক আবু সাইদ খান।

মানববন্ধনে বক্তারা ওয়াল ইলেভেনের কুশীলব ব্যারিস্টার মাইনুল হোসেনকে ঝালকাঠিতে অবাঞ্ছিত ঘোষণা করে তাকে গ্রেপ্তারের দাবি জানান। সাংবাদিক মাসুদা ভাট্টিকে অপমান করায় মইনুলের দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি জানানো হয় মানববন্ধনে।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!