• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মাহমুদুর রহমানের বিরুদ্ধে খুলনায় রাষ্ট্রদ্রোহ মামলা


খুলনা প্রতিনিধি ডিসেম্বর ১১, ২০১৭, ০৭:২১ পিএম
মাহমুদুর রহমানের বিরুদ্ধে খুলনায় রাষ্ট্রদ্রোহ মামলা

ফাইল ফটো

খুলনা:  দৈনিক ‘আমার দেশ’ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে এবার খুলনায় রাষ্ট্রদ্রোহ ও মানহানি মামলা হয়েছে।

সোমবার (১১ ডিসেম্বর) খুলনার মুখ্য মহানগর হাকিমের নালিশি মামলার আমলী আদালত ‘ক’ অঞ্চলে মামলাটি করেন নগরীর ১৬ নম্বর ওয়ার্ড যুব মহিলা লীগের সভাপতি অ্যাডভোকেট নাজিয়া আহমেদ বর্ণা।

আমলী আদালতের বিচারক মো. আমিরুল ইসলাম মামলাটি গ্রহণ করে খুলনা সদর থানার ওসিকে আইনগত ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন।

খুলনা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট সরদার আনিসুর রহমান পপলু এ তথ্য নিশ্চিত করেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, গত ১ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত একটি সেমিনারে আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান আ. লীগ সরকার, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিকী সম্পর্কে কটুক্তি ও মিথ্যাচার করেন। বঙ্গবন্ধুর পরিবারের নিরাপত্তা আইনের বিরোধিতা করে বক্তব্য দেন তিনি। এছাড়া বাংলাদেশকে বহির্বিশ্বে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে খুন-গুম নিয়ে মিথ্যা তথ্য উপস্থাপন করেন মাহমুদুর রহমান, যা রাষ্ট্রদ্রোহিতার শামিল।

উল্লেখ্য, একই অভিযোগে বেশ কয়েকদিন ধরেই মাহমুদুর রহমানের বিরুদ্ধে দেশের বিভিন্ন জেলায় মামলা হয়েছে। গাইবান্ধায় মাহমুদুর রহমানের বিরুদ্ধে সমন জারি করেছেন আদালত।

সোনালীনিউজ/এমএইচএম

Wordbridge School
Link copied!