• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

মাহমুদুল্লাহকে নিয়ে দুশ্চিন্তায় হাথুরু


ক্রীড়া প্রতিবেদক ফেব্রুয়ারি ৮, ২০১৭, ০৯:৩৮ পিএম
মাহমুদুল্লাহকে নিয়ে দুশ্চিন্তায় হাথুরু

ঢাকা: ভারতের বিপক্ষে বাংলাদেশ কেমন করে তা দেখতে মুখিয়ে আছে গোটা ক্রিকেট বিশ্ব। বাংলাদেশ ভালো করতে পারলে দুদেশের সংবাদমাধ্যমে খুবই গুরুত্ব পাবে সেটা বলা বাহুল্য। কোচ চন্ডিকা হাথুরুসিংহে ভারতের বিপক্ষে মুশফিকুর রহীমের দল কেমন করে তা দেখে একটা মানদন্ডও ঠিক করতে চান।

বুধবার (৮ ফেব্রুয়ারি) সাংবাদিক সভায় তিনি বলেন,‘ বাংলাদেশ এখন বড় দলগুলোর বিরুদ্ধে ধারাবাহিকভাবে ভালো খেলছে। ওয়ানডেতে ভারতের সঙ্গে দেশের মাটিতে ভালো খেলার কারণেই হয়ত ভারতের মাটিতে টেস্ট খেলছে বাংলাদেশ। ভারতের মাটিতে  খেলার এটাই আমাদের জন্য আদর্শ সময়। নিজেদের বিচার করার জন্য এর চেয়ে ভালো সুযোগ আর কি হতে পারে। ওদের বিপক্ষে খেলে বুঝব টেস্ট ক্রিকেটে আমাদের অবস্থান কোথায়?’

সৌম্য সরকার ফর্মে ফেরায় খুশি হাথুরু। কিন্তু মাহমুদুল্লাহর ফর্ম তাকে চিন্তায় ফেলে দিয়েছে। হাথুরু বলেন,‘ সৌম্যর ফর্মে ফেরাটা দারুন ব্যাপার। ও এখন নিজের ভিতরে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে। আশা করি ও তার এই ফর্ম লম্বা সময় ধরে টানতে পারবে। তবে মাহমুদুল্লাহর রান না পাওয়া বড় সমস্যা। সে কিন্তু অন্য সংস্করণের ক্রিকেটে ভালো করছে। মাহমুদুল্লাহর রান না পাওয়াটা চিন্তার বিষয় হলেও হায়দরাবাদ টেস্ট তার জন্য ফেরার সুযোগ।’

মুশফিকরা শুধু খেলেন না, বাংলাদেশেরও প্রতিনিধিত্ব করেন। তাই তাদের মধ্যে আবেগ থাকতেই পারে। বাংলাদেশের ক্রিকেটারদের আবেগটা একটু বেশি। তবে কোচ এতে কোন সমস্যা দেখেন না,‘ ভারতের অধিনায়কের দিকে তাকালে দেখবেন সে তার আবেগ নিজের পারফরম্যান্সে কাজে লাগাচ্ছে। আমাদেরও সেটা করতে হবে। আমরা আবেগী হতেই পারি। তবে সেটা কাজে লাগাতে হবে।’

সোনালীনিউজ/ঢাকা/জেডআই/আরআইবি

Wordbridge School
Link copied!