• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মাড়ি থেকে রক্ত পড়ার কারণ ও প্রতিকার


ডা. সামিউল ইসলাম অংকন নভেম্বর ৪, ২০১৭, ১২:৫১ পিএম
মাড়ি থেকে রক্ত পড়ার কারণ ও প্রতিকার

ঢাকা: খাবার পর দাঁতে জমে থাকা খাবারের দ্বারা প্লাক এবং ক্যালকুলাস (পাথর) সৃষ্টি হয়, যার ফলে মাড়িতে প্রদাহ হয়। এসময় মাড়ি ফুলে যায় ও লালচে ভাব ধারণ করে।

এ সমস্যায় পরবর্তী সময়ে দাঁত ও চোয়ালের হাড়ও আক্রান্ত হয়। এরকম হলে দাঁত ব্রাশ করার সময় মাড়ি থেকে রক্ত পড়ে। এছাড়াও আরও বিভিন্ন কারণে মাড়ি থেকে রক্ত পড়তে পারে-

কারণ:-

  • নিয়মিত দাঁত পরিস্কার না করলে।
  • ডেনচার বা কৃত্রিম দাঁত ঠিকমত ফিট না হলে।
  • মাড়িতে ভাইরাল ও ফাংগাল ইনফেকশনের কারণে।
  • শক্ত ব্রিশেলযুক্ত ব্রাশ ব্যবহারের ফলে।
  • ভিটামিন-সি এর অভাবে।
  • বিভিন্ন তামাকজাত দ্রব্য ও পান শুপারী সেবনের ফলে।
  • রক্তের বিভিন্ন রোগ (যেমন- লিউকেমিয়া, হিমোফিলিয়া) এবং ডায়াবেটিস আক্রান্ত রোগীর এ ধরনের সমস্যা বেশী দেখা যায়।
  • মুখে আঁকা-বাঁকা দাঁতের কারণে।
  • মুখে ভাঙ্গা দাঁত থাকলে।
  • টুথপিক অথবা ম্যাচের কাঠি ব্যবহারের ফলে।
  • মানসিক চাপ বা ডিপ্রেশনের কারণেও এমন হতে পারে।

প্রতিকার:-

  • দাঁতে জমে থাকা খাবার বা প্লাক নিয়মিতভাবে পরিস্কার করতে হবে।
  • প্রতিদিন সকালে নাস্তার পরে এবং রাতে ঘুমানোর আগে ভালভাবে দাঁত ব্রাশ করতে হবে।
  • ডেনচার বা কৃত্রিম দাঁত ঠিকমত লাগানো না হলে, পুনরায় ডেন্টাল সার্জনের সাহায্য নিতে হবে।
  • নরম ব্রিশেলযুক্ত টুথব্রাশ ব্যবহার করতে হবে এবং তা প্রতি তিনমাস অন্তর-অন্তর পরিবর্তন করা উচিৎ।
  • ভাঙ্গা দাঁত বা আঁকা-বাঁকা দাঁত থাকলে অতিসত্তর এগুলোর চিকিৎসা করাতে হবে।
  • ভাইরাল বা ফাংগাল ইনফেকশন থাকলে পেরিওডন্টোলজিস্ট বা বিশেষজ্ঞ সার্জনের সাথে পরামর্শ করতে হবে।
  • তামাকজাত দ্রব্য ও পান-সুপারী বর্জন করতে হবে।
  • নিয়মিত ভিটামিন-সি যুক্ত এবং অন্যান্য তাজা ফল ও সাক-সবজি খেতে হবে।
  • ডায়াবেটিস, রক্তের বিভিন্ন রোগ, এনজাইটি, ডিপ্রেশন ইত্যাদি রোগে আক্রান্ত হলে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
  • বছরে অন্তত একবার স্কেলিং (দাঁতের পাথর পরিস্কার) করতে হবে এবং প্রতি ছয় মাস অন্তর-অন্তর ডেন্টাল চেকআপ করাতে হবে।

সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!