• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

মায়ের গর্ভ থেকে বলছি নিরাপদ সড়ক চাই


মো: গোলাম মোস্তফা (দুঃখু) আগস্ট ৮, ২০১৮, ০৮:৩৯ পিএম
মায়ের গর্ভ থেকে বলছি নিরাপদ সড়ক চাই

ছোট শরীর মায়ের গর্ভে আছে বড় সুখে,
সকাল বিকাল বাবা আমার কতো কথা বলে ।

মা যে আমার কষ্টে থাকে আমার বোঝা নিয়ে,
হাসি মুখে বাবার কাছে আমার খবর বলে ।

আমার আসার খবর শুনে,
বাবার প্রাণে সুখের ধুলা লাগে !
মায়ের মুখের মুচকি হাসি বাবার ভালো লাগে ।

সকাল পাখি ডাকার আগে বাবা কথা বলে।
চুপটি করে মায়ের পেটে বাবার মাথা রাখে,
কেমন আছি মায়ের গর্ভে বাবা খবর রাখে ।

বাবার আদর পাচ্ছি আমি মায়ের গর্ভে থেকে,
বলতে বড় ইচ্ছে করে বাবার কানে কানে ।

মনের খুশিতে হাত পা বাড়ালে,
মায়ের ব্যথা লাগে!
কি করে যে বাবা কে বুঝাই আমি খুশিতে আছি ।

পেটের দায়ে বাবা আমার অফিস কাজে গেলো,
বিকাল হলো বাবা ফিরে না ছোট গৃহের মাঝে ।

মায়ের চিন্তা আমার কষ্ট কেমন করে বলি,
বাবার চিন্তায় মা যে আমার খবর নিলো না ।

গভীর রাতে বাবা আসলো,
সাদা কাপড় পড়ে !

মা যে আমার জ্ঞান হারালো,
রক্ত মাখা বাবার দেহ দেখে !

ঘাতক বাস প্রিয় বাবার দেহ কে,
রাস্তার সাথে মিশিয়ে দিয়ে গেলো !

সবাই কান্না করছে,
মা আমার মাটিতে পড়ে আছে !

আমার ছোট হাতে শক্তি নেই,
ছোট পায়ে শিকল বাঁধা মনে হয় ।

বন্ধ চোখে রক্তের ছাপ,
বুকে বাসের চাকা !

মুখের ভাষা কেড়ে নিলো,
ঘাতক ড্রাইভার খুনি ।

আমায় বলতে দাও!
ভয়ংকর পৃথিবীর আলোতে,
আমি আসতে চাই না ।

কেন আসবো কঠিন সমাজের মাঝে,
ওরা আমার বাবার ভালোবাসা কেড়ে নিলো !
জন্ম নেওয়ার আগে ।

মা তুমি আর আমাকে বাঁচিয়ে রেখো না !
তোমার পেটে আমায় মৃত্যু গ্রহণ করতে দাও ।

আমি মায়ের গর্ভে থেকে বলছি !
নিরাপদ সড়ক চাই ।

প্রয়োজন পড়লে আমার ছোট বুকের উপর দিয়ে,
বাস চালিয়ে নিয়ো !

এমন করে আর কোন সুখের সংসারে,
কষ্টের আগুন দিয়ো না ।

আর কিছু দিন অপেক্ষা করো ,
ঘাতক খুনি ড্রাইভার !

আমি কথা দিচ্ছি !
জন্ম নেওয়ার পর,
তোমরা আমার বাবার মতো চাকার নিচে রেখো।

মনের আনন্দে ছোট বুকে  রক্তের মিছিল খেলো।
একবারের জন্যও বলবো না ,
আমি কষ্ট পাচ্ছি !

মায়ের পেটে বাবা হারানো খবর শুনে,
আমার দেহের মৃত্যু হয়েছে !

লেখক:বিতার্কিক-শিক্ষার্থী,সাংবাদিকতা বিভাগ,পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি,খুলশী,চট্টগ্রাম

Wordbridge School
Link copied!