• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মি. ঢাকা, মাস্টার ঢাকা শরীরগঠন প্রতিযোগিতা


ক্রীড়া প্রতিবেদক মার্চ ২০, ২০১৭, ০৬:১৪ পিএম
মি. ঢাকা, মাস্টার ঢাকা শরীরগঠন প্রতিযোগিতা

ঢাকা: বাংলাদেশ শরীগঠন ফেডারেশনের উদ্যোগে ও সাউথ পয়েন্ট ফিটনেস জোনের ব্যবস্থাপনায় আগামী ২৭ মার্চ শুরু হচ্ছে সেলিম আল-মাহমুদ বিএবিবিএফ মি. ঢাকা, মাস্টার ঢাকা শরীরগঠন প্রতিযোগিতা-২০১৭। দুই দিনব্যাপী এই প্রতিযোগিতায় দেশের ৮০টি ক্লাব/সংগঠনের পক্ষ থেকে ২০০ জনের বেশি প্রতিযোগী অংশগ্রহণ করবে।

২৬ মার্চ বিকেল ৪ টায় জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) পুরাতন ভবনের নীচ তলার সভাকক্ষে প্রতিযোগিতার দৈহিক ওজন গ্রহন পর্ব অনুষ্ঠিত হবে। এবারের সিনিয়র প্রতিযোগিতায় ৭টি দৈহিক ওজন শ্রেণি ক্যাটাগরি এবং মাস্টার প্রতিযোগিতা একটি ওপেন ক্যাটাগরিতে অনুষ্ঠিত হবে।

রোববার (১৯ মার্চ) সকাল ১১ টায় এনএসসি টাওয়ার সভাকক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সেখানে উপস্থিতদের মধ্যে ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৩৮নং ওয়ার্ডের কাউন্সিলর আলহাজ্ব আবু আহমেদ মন্নাফী, ৪১নং ওয়ার্ডের কাউন্সিলর আলহাজ্ব সারোয়ার হাসান আলো, ৪৩নং ওয়ার্ডের কাউন্সিলর আরিফ হোসেন ছোটন, ৫২নং ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ নাছিম মিয়া, ওয়ালটন গ্রুপের হেড অব স্পোর্টস এন্ড ওয়েলফেয়ার এফ এম ইকবাল বিন আনোয়ার (ডন), ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলামসহ ফেডারেশনের অন্যান্য কর্মকর্তারা।

প্রতিযোগিতার উদ্বোধন করবেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। প্রতিযোগিতার মিডিয়া পার্টনার হিসেবে রয়েছেন এটিএন বাংলা।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!