• ঢাকা
  • মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

মিঠাপুকুর ডিগ্রি কলেজ জাতীয়করণের দাবি


রংপুর প্রতিনিধি জানুয়ারি ১৬, ২০১৭, ০৬:০৮ পিএম
মিঠাপুকুর ডিগ্রি কলেজ জাতীয়করণের দাবি

রংপুর: রংপুরের মিঠাপুকুর ডিগ্রি কলেজ জাতীয়করণের দাবি জানিয়েছে মিঠাপুকুর মহাবিদ্যালয় জাতীয়করণ আন্দোলন কমিটি। সোমবার (১৬ জানুয়ারি) দুপুরে রংপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে কমিটির আহবায়ক লুৎফুল ইসলাম বলেন, জাতীয়করণের সবগুলো শর্তই পূরণ করেছে মিঠাপুকুর ডিগ্রি কলেজ। কিন্তু তারপরও এই কলেজকে বাদ দিয়ে অন্য একটি কলেজকে জাতীয়করণের তালিকায় রাখা হয়। এটা কোনোভাবেই কাম্য হতে পারে না। এ সমস্যা সমাধানে আমরা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপসহ শিক্ষামন্ত্রীর দৃষ্টি আর্কষণ করছি।

এসময় সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, প্রভাষক জাহিদুর রহমান, হামিদুল হক শাহ, বাবু শিশির কুমার সরকার, মর্জিনা বেগম, রুনা লায়লা পারভিনসহ কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় অভিভাবকরা উপস্থিত ছিলেন।

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম

Wordbridge School
Link copied!