• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

মিঠুন-নাফীসের প্রশংসায় মাশরাফি


ক্রীড়া প্রতিবেদক নভেম্বর ৫, ২০১৭, ১০:০৭ এএম
মিঠুন-নাফীসের প্রশংসায় মাশরাফি

ঢাকা: রাজশাহীর ছুঁরে দেয়া ১৫৫ রানের লক্ষ্যকে ধাওয়া করতে নেমে শুরুটা ভালো হয়নি রংপুর রাইডার্সের। ১৫ রানের মধ্যে দু’ওপেনারকে হারিয়ে বসে দলটি।

এখান থেকে শাহরিয়ার নাফীস ও মোহাম্মদ মিঠুন তৃতীয় উইকেটে ৯০ রান যোগ করে রংপুরকে শুধু টেনেই তোলেনি জয়ের ভিতও গড়ে দিয়েছে।

মাশরাফি মনে করেন, মিঠুন-নাফীসের জুটি ম্যাচে ফিরিয়েছে রংপুরকে। তিনি বলেন,‘ শুরুতে দুটি উইকেট পড়ার পর উইকেটে সময় কাটানো দরকার ছিল। টি-টোয়েন্টিতে হাতে উইকেট থাকলে শেষ ১০ ওভারে ৮০-৯০ করা ভালোভাবেই সম্ভব। ওই সময়ে তাই ওরা যেভাবে খেলেছে, সেটাকে আমরা নাড়াতে চাইনি।’

মিঠুন-নাফীসের বিদায়ের পর কোনোরকম ঝুঁকি ছাড়াই ম্যাচ শেষ করে এসেছে রবি বোপারা। মাশরাফির কন্ঠে তাই ঝরল বোপারার প্রশংসাও, ‘ওদের জুটিই আমাদের ম্যাচে ফিরিয়ে এনেছে। পরে রবি বোপারা স্পেশাল একটি ইনিংস খেলেছে।’ শুরুটা রয়েসয়ে করলেও সময় যত গড়িয়ে হাত খুলে মেরেছেন বোপারা। ৩৩ বলে তাঁর ৪৬ রানের ইনিংসটা তো সেটাই বলে। ম্যাচসেরাও হয়েছেন বোপারা।


সোনালীনিউজ/ঢাকা/আরআইবি/আকন

Wordbridge School
Link copied!