• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মিতু হত্যা: দুই আসামির বিচার শুরু


চট্টগ্রাম প্রতিনিধি নভেম্বর ২২, ২০১৬, ০১:৫১ পিএম
মিতু হত্যা: দুই আসামির বিচার শুরু

চট্টগ্রামে সাবেক পুলিশ সুপারের (এসপি) স্ত্রী মাহমুদা আক্তার মিতু হত্যার অস্ত্র মামলায় দুই আসামির বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। তারা হলেন, হত্যায় অস্ত্র সরবরাহকারী এহতেশামুল হক ভোলা এবং অস্ত্র বহনকারী মনির হোসেন।

মঙ্গলবার (২২ নভেম্বর) চট্টগ্রাম মহানগর দায়রা জজ শাহনুর ওই আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।

চট্টগ্রাম মহানগর পিপি মো. ফখরুদ্দিন চৌধুরী এই মামলার বিচার কার্যক্রম শুরুর বিষয়টি নিশ্চিত করেন। আদালত আগামী বছরের ১৮ জানুয়ারি মামলার সাক্ষ্য গ্রহণের তারিখ নির্ধারণ করেছেন। আসামিরা কারাগারে রয়েছেন।

প্রসঙ্গত, গত ৫ জুন চট্টগ্রাম নগরীর জিইসির মোড় এলাকায় ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার পথে দুর্বৃত্তদের ছুরিকাঘাত ও গুলিতে নিহত হন বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু। এ ঘটনার পরদিন পাঁচলাইশ থানায় বাবুল আক্তার বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।

সোনালীনিউজ/ঢাকা/এমএইউ

Wordbridge School
Link copied!