• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
একরাম হত্যা

মিনার চৌধুরীর জামিনের স্থগিত আপিলে বহাল


আদালত প্রতিবেদক নভেম্বর ২৬, ২০১৭, ০২:২৯ পিএম
মিনার চৌধুরীর জামিনের স্থগিত আপিলে বহাল

ঢাকা: ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরাম হত্যা মামলায় বিএনপি নেতা মাহতাব উদ্দিন আহমেদ চৌধুরী (মিনার চৌধুরী) কে হাইকোর্টের দেয়া জামিনের স্থগিতাদেশ বহাল রেখেছে আপিল বিভাগ। একই  সঙ্গে চার মাসের মধ্যে মামলা নিষ্পত্তি  করার জন্য বলা হয়েছে।

ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আব্দুল ওয়াহ্হাব মিঞার নেতত্বে আপিল বিভাগ এই আদেশ দেন। আদালতে মিনার চৌধুরীর পক্ষে শুনানি করেন হাইকোর্ট বিভাগের অসরপ্রাপ্ত বিচারপতি শরীফ উদ্দিন চাকলাদার। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনালের মাহবুবে আলম।

জানা যায়, একই সঙ্গে এ মামলা চার মাসের মধ্যে নিষ্পত্তির জন্য বিচারিক আদালতকে নির্দেশ দেয়া হয়েছে।

এর আগে ৩০ অক্টোবর মিনার চৌধুরীকে হাইকোর্টের দেয়া জামিন চার সপ্তাহের জন্য স্থগিত করেছে আপিল বিভাগের চেম্বার কোর্ট। ২০১৪ সালের  ২০ মে ফেনীর একাডেমি এলাকায় প্রকাশ্যে ফুলগাজী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ফুলগাজী উপজেলা আওয়ামী লীগ সভাপতি একরামুল হককে গুলি করে ও পুড়িয়ে বর্বরোচিত ও নির্মমভাবে হত্যা করে দুর্বৃত্তরা। ওইদিনই নিহত একরামুল হকের বড় ভাই তার নির্বাচনী প্রতিদ্বন্ধী বিএনপি নেতা মাহতাব উদ্দিন (মিনার চৌধুরী)কে প্রধান আসামি করে ৩৫ জনের বিরুদ্ধে ফেনী সদর থানায় মামলা দায়ের করেন।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!