• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

মিনি স্কুল হ্যান্ডবল টুর্নামেন্ট শুরু মঙ্গলবার


ক্রীড়া প্রতিবেদক আগস্ট ২০, ২০১৭, ০৪:২৯ পিএম
মিনি স্কুল হ্যান্ডবল টুর্নামেন্ট শুরু মঙ্গলবার

ঢাকা: ২২টি বালক স্কুল ও ১৭টি বালিকা স্কুল হ্যান্ডবল দলের অংশগ্রহণে আগামী মঙ্গলবার (২২ আগস্ট) থেকে শুরু হতে যাচ্ছে ‘হুররে মিনি স্কুল হ্যান্ডবল টুর্নামেন্ট’। বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের ব্যবস্থাপনায় টুর্নামেন্টে আর্থিক পৃষ্ঠপোষকতা করছে প্রান কনফেকশনারী। খেলা হবে পল্টনস্থ শহীদ এম মুনসুর আলী জতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে।

টুর্নামেন্ট পরিচালনার জন্য এক লক্ষ পচাত্তর হাজার টাকার বাজেট ধার্য করা হয়েছে। এর মধ্যে এক লক্ষ বিশ হাজার টাকা প্রদান করেছে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান প্রান আর এফ এল গ্রুপ। এছাড়া টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ফারহানা হক ও টুর্নামেন্ট কমিটির ভাইস চেয়ারম্যান মাসুমা শামীম শীলা বিশ হাজার টাকা করে প্রদান করবেন। অবশিষ্ট অর্থ ফেডারেশনের তহবিল থেকে প্রদান করা হবে।

রোববার (২০ আগষ্ট) দুপুর দেড় টায় বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন ফেডারেশনের সাধারন সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর, পৃষ্ঠপোষক প্রান কনফেকশনারীর হেড অব মার্কেটিং সাখাওয়াত আহমেদ, ব্র্যান্ড ম্যানেজার মো. সাজ্জাদ হোসেন, সিনিয়র এসিস্টেন্ট ব্র্যান্ড ম্যানেজার ওমর ফারুক, ফেডারেশনের সহ-সভাপতি  মো. নুরুল ইসলাম ও টুর্নামেন্ট কমিটির সম্পাদক  লাজুল করিম কস্তুরি।

অংশগ্রহণকারী দলগুলো হল:
বালক দলঃ গ্রীণ হেরাল্ড, গ্রীণ জেমস্, উদয়ন উচ্চ বিদ্যালয়, বি এ এফ শাহীন স্কুল, মতিঝিল সরকারী উঃ বিঃ, সানিডেল, ফাউন্ডেশন স্কুল, হীড ইন্টারন্যাশনাল, সাউথ পয়েন্ট স্কুল, দি আগা খাঁন স্কুল, স্কলাস্টিকা (উওরা), স্কলাস্টিকা (ধানমন্ডি), স্কলাস্টিকা (মিরপুর), মডেল স্কুল এন্ড কলেজ, আইডিয়াল স্কুল এন্ড কলেজ, ডারল্যান্ড ইন্টা: স্কুল, শহীদ পুলিশ স্মতি কলেজ, ধানমন্ডি টিউটেরিয়াল, গ্রীণ ডেইল ইন্টা: স্কুল, ঢাকা রেসিডেন্সিয়াল, সেন্ট গ্রেগরীজ হাই স্কুল, সাউথ ব্রিজ স্কুল।

বালিকা দলঃ গ্রীণ ডেইল ইন্টা: স্কুল, শহীদ বীর উত্তম লেঃ আনোয়ার গার্লস কলেজ, ভিকারুননিসা নুন স্কুল কলেজ, স্কলাস্টিকা (উওরা), শহীদ পুলিশ স্মতি কলেজ, উদয়ন উচ্চ বিদ্যালয়, হীড ইন্টারন্যাশনাল, দি আগা খাঁন স্কুল, ধানমন্ডি টিউটোরিয়াল, স্কলাস্টিবা (মিরপুর), সাউথ পয়েন্ট স্কুল, মতিঝিল মডেল স্কুল, সানিডেল, গ্রীণ হেরাল্ড ইন্টা: স্কুল, মতিঝিল সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, বি এ এফ শাহীন স্কুল এন্ড কলেজ, ফাউন্ডেলন স্কুল।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!