• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

মিরাজের মুখে কঠিন প্রত্যয়


ক্রীড়া প্রতিবেদক মার্চ ২৭, ২০১৭, ০৯:৩২ এএম
মিরাজের মুখে কঠিন প্রত্যয়

ঢাকা : সাদা পোশাকে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে স্বপ্নের অভিষেক হয়েছিল। সেই শুরু তারপর আর পেছনে তাকাতে হয়নি মেহেদি হাসান মিরাজকে। টেস্টের দুর্দন্ত সাফল্য তাকে রঙিন পোশাক পরিয়ে দিতে সাহায্য করেছে। ডাম্বুলায় অভিষেক ম্যাচে ৪৩ রানে শ্রীলঙ্কার গুরুত্বপূর্ণ ২ উইকেট তুলে নিয়ে টিম ম্যানেজম্যান্টের আস্থার প্রতিদানও দিয়েছেন।

ক্রিকেটের দুই ফরম্যাটে যেভাবে চেয়েছিলেন মিরাজ তার অভিষেক যেন সেভাবেই হয়েছে। তারপরও এখানেই থেমে থাকতে চান না তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে টিকে থাকা কঠিন। মিরাজও সেটা জানেন। রোববার বাংলাদেশের প্রতিনিধি হয়ে সংবাদমাধ্যমের সামনে এসে তিনি বলেন,‘ আন্তর্জাতিক ক্রিকেট অনেক কঠিন। এখানে টিকে থাকতে হলে দিন দিন উন্নতি করতে হবে। কারণ প্রতিপক্ষ দলে যারা থাকেন তারা আমাকে নিয়ে গবেষণা করেন। কাজেই একই জায়গায় থাকলে চলবে না। আমাকে কষ্ট করতে হবে।’

টেস্ট অভিষেকের পর থেকে মিরাজের স্বপ্ন ছিল রঙিন জার্সি গায়ে চাপানোর। শ্রীলঙ্কায় সেই স্বপ্নও পূরণ হল। মিরাজ বলেন,‘ আমার খুব ইচ্ছা ছিল ওয়ানডে খেলার। বোর্ড সভাপতি যখন আমাকে বললেন শ্রীলঙ্কা যেতে হবে ওয়ানডে খেলতে। তখনই ভেবেছিলাম, সুযোগ পেলে ভালো কিছু করে দেখাতে। সবচেয়ে বড় কথা, দল জিতেছে দিনশেষে এটাই গুরুত্বপূর্ণ।’

টেস্ট না ওয়ানডে কোন অভিষেকটা ভালো হয়েছে? এমন প্রশ্নে তুলনায় না গিয়ে মিরাজ বলে দিলেন,‘ দুটিই স্বপ্নের মত হয়েছে। টেস্ট অভিষেক হয়েছে ৫ (৬/৮০) উইকেট নিয়ে। কিন্তু ম্যাচটা আমরা জিতিনি। ওয়ানডে জিতেছি। আমার কাছে মনে হয়, ওয়ানডে অভিষেক অনেক ভালো হয়েছে। বড় কথা হল, টেস্ট-ওয়ানডে অভিষেকে যা চেয়েছিলাম তাই হয়েছে। এখন এটা ধরে রাখতে হবে।’

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!