• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

মির্জা ফখরুলের বিরদ্ধে ১১ মামলা স্থগিত


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ১, ২০১৭, ০৮:২৮ পিএম
মির্জা ফখরুলের বিরদ্ধে ১১ মামলা স্থগিত

ঢাকা: নাশকতার অভিযোগে রাজধানীর বিভিন্ন থানায় দায়ের করা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে ১১টি মামলার কার্যক্রম স্থগিত করেছেন হাইকোর্ট। একই সাথে এসব মামলা কেন বাতিল করা হবে না এই মর্মে রুল জারি করেছেন আদালত।

বুধবার(১ নভেম্বর) বিকেলে বিচারপতি মো. মিফতাহ উদ্দিন চৌধুরী ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে মির্জা ফখরুলের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জয়নুল আবেদন ও সগীর হোসেন লিয়ন। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ মনিরুজ্জামান কবির।

পরে শেখ মনিরুজ্জামান কবির বলেন, হাইকোর্টের এই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হবে।

এ বিষয়ে অ্যাডভোকেট সগির হোসেন লিয়ন বলেন, রাজধানীর যাত্রাবাড়ী, পল্টন, রমনাসহ বিভিন্ন থানায় দায়ের করা ১১টি মামলার কার্যক্রম স্থগিত করা হয়েছে। একই সঙ্গে এসব মামলা বাতিল বিষয়ে সরকারের বিরুদ্ধে রুল জারি করা হয়েছে। মির্জা ফখরুল এসব মামলায় জামিনে রয়েছেন।

তিনি আরও বলেন, নাশকতার এসব মামলায় মির্জা ফখরুল সরাসরি জড়িত ছিলেন না। তার কাছ থেকে নাশকতার কোনো প্রকার বোমা ও অস্ত্র উদ্ধার হয়নি। আদালত এসব বিষয় আমলে নিয়ে মামলা স্থগিত করেছেন।

সোনালীনিউজ/আতা

Wordbridge School
Link copied!